X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

টিউটর খোঁজার সাইট কেয়ার টিউটরস পূর্ণ করলো সাত বছর

রুশো রহমান
১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬

সপ্তম বর্ষপূর্তি উদযাপন শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে সেতুবন্ধন রচনাকারী অনলাইনভিত্তিক টিউশন সাইট কেয়ার টিউটরস সাত বছর পূর্ণ করে অষ্টম বর্ষে পদার্পণ করলো। শিক্ষাসহায়ক এ প্রতিষ্ঠানটির সাত বছর পূর্তি উপলক্ষে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে রাজধানীর উত্তরায় কেয়ার টিউটরসের প্রধান কার্যালয় মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আব্দুল মতিন ইমন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসুদ পারভেজ রাজু, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট গাজী মোহাম্মাদ কামরুল ইসলামসহ আরও অনেকে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আব্দুল মতিন ইমন বলেন, দেশের একটি স্মার্টআপ প্রতিষ্ঠান সাত বছর সফলভাবে অতিক্রম করেছে, এটি একটি বিস্ময়কর ব্যাপার। অনেকেই শুরুতেই ঝরে পড়ে। কেয়ার টিউটরসের উদ্যোক্তারা ব্যতিক্রম। তারা অদম্য সাহসের সঙ্গে এগিয়ে গেছেন। এটা একটা সফল স্টার্টআপ- এটা স্বীকার করতেই হবে।

প্রধান নির্বাহী মাসুদ পারভেজ রাজু বলেন, শুরুতে পথ চলা অনেক কঠিন ছিলো, যা আমরা অতিক্রম করেছি। এখন দেশের সব বিভাগীয় শহরে আমাদের সার্ভিস রয়েছে। ভবিষ্যতে প্রতিটি শিক্ষার্থী যেন কেয়ার টিউটরসের মাধ্যমে তাদের কাঙ্খিত টিউশনিসহ অন্যান্য সুবিধা পায় সেদিকে আরও ভালোভাবে আমরা নজর দেব। তিনি আরও বলেন, দেশে বেকারের সংখ্যা অনেক। দিন দিন সংখ্যা আরও বাড়ছে। এজন্য আমরা টিউশনিকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে মনে হয় টিউশনি হবে একটা জব। কারণ একজন যদি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা টিউশনি করে আয় করতে পারে তাহলে অনেকেই জবের দিকে আর যাবে না। অনুষ্ঠানে অনেক শিক্ষক কেয়ার টিউটরস নিয়ে তাদের অভিমত, পরিকল্পনা তুলে ধরেন।

উল্লেখ্য, কেয়ার টিউটরসের ওয়েবসাইটের (https://caretutors.com/) পাশাপাশি অ্যাপও (https://play.google.com/store/apps/details?id=com.caretutors) রয়েছে। অ্যাপ ব্যবহার করে একজন টিউটর তার শিক্ষার্থীর বাসার লোকেশনের ১০০ মিটার পর্যন্ত দেখতে পাবেন যা তাকে শিক্ষার্থীর বাসার লোকেশন সম্পর্কে সঠিক ধারণা দেবে। এছাড়া রয়েছে অনেক সুবিধা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই