X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

জাকারবার্গের নতুন বছরের চ্যালেঞ্জ কী?

আসির আহবাব নির্ঝর
১২ জানুয়ারি ২০২০, ২০:২৩আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২০:২৩

মার্ক জাকারবার্গ প্রতি বছরের শুরুতে নতুন একটি চ্যালেঞ্জ গ্রহণের ঘোষণা দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এটা তার ব্যক্তিগত চ্যালেঞ্জ। কয়েক বছর ধরে এ ধরনের চ্যালেঞ্জের ঘোষণা দেওয়ায় এটা তার জন্য অনেকটা রীতি হয়েই দাঁড়িয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়,কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসছেন মার্ক জাকারবার্গ। এর মধ্যে ছিল মান্দারিন ভাষা শেখা, যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য ঘুরে দেখা এবং প্রযুক্তি নিয়ে জনপরিসরে আলোচনায় অংশ নেওয়া।

এবারও ধারণা করা হচ্ছিলো,জাকারবার্গ নতুন কোনও চ্যালেঞ্জের ঘোষণা দেবেন। কিন্তু সেই ধারা থেকে বেরিয়ে এসেছেন তিনি। কঠিন একটি বছর পার করার পর বার্ষিক চ্যালেঞ্জের পরিবর্তে দীর্ঘকালীন চ্যালেঞ্জের প্রতিই দৃষ্টি দিচ্ছেন এই প্রযুক্তি বিলিয়নিয়ার।

জাকারবার্গ বলেছেন, ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ভবিষ্যতে কেমন হবে সেটি নিয়ে খুবই উত্তেজিত তিনি। এক ব্লগপোস্টে ফেসবুকের প্রতিষ্ঠাতা লেখেন, প্রতি বছর চ্যালেঞ্জ নেওয়ার চেয়ে ২০৩০ সালে বিশ্ব ও আমার অবস্থা কেমন হবে সেটি নিয়ে ভাবছি আমি।

তিনি লেখেন,কেউ একজন কোথায় অবস্থান করছে সেটি কোনও বিষয় নয়। আমরা চাইলেই একসঙ্গে থাকার মতো অনুভূতি পাবো। প্রযুক্তি আমাদের জন্য সেই সুবিধা নিয়ে আসছে। এরই মধ্যে বৈজ্ঞানিক গবেষণা অনেক রোগের প্রতিষেধক ও প্রতিরোধক উদ্ভাবনে সাহায্য করবে। ফলে আমাদের প্রত্যাশিত আয়ু বেড়ে যাবে আরও প্রায় আড়াই বছর।

ফেসবুক প্রতিষ্ঠাতা লেখেন,পরবর্তী পাঁচ বছরের পর ডিজিটাল সামাজিক পরিবেশ আমাদের কাছে একেবারেই ভিন্ন মনে হবে। ওই পোস্টে জাকারবার্গ তার ছেলে বেলার কিছু ঘটনাও তুলে ধরেছেন।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল