X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বেসিসের সফটওয়্যার মেলা শেষ হচ্ছে রবিবার

টেক রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২

আইসিটি ক্যারিয়ার ক্যাম্প বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে কতদূর এগিয়েছে, এখন কোথায় অবস্থান করছে এবং কোথায় যেতে চায় তারই প্রদর্শনী চলছে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। চারদিনের এই আয়োজনের পর্দা নামছে রবিবার। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ১৬তম বেসিস সফটএক্সপো-২০২০।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই মেলা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরছে। এবারের মেলার প্রতিপাদ্য ট্রান্সফর্মিং লাইফ থ্রু ইনোভেশন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বসুন্ধরা কনভেনশন সেন্টারে গিয়ে মেলা বেশ ম্রিয়মাণ মনে হলো। মেলায় প্রাণের স্পন্দন তেমন চোখে পড়লো না। অংশগ্রহণকারীরাও জানালেন, মেলায় দর্শনার্থীর সংখ্যা খুবই কম। করপোরেট ক্লায়েন্ট আসেনি বললেই চলে। রবিবার মেলার শেষ দিন এবং বিভিন্ন অফিস-দফতর খোলা থাকায় মেলায় অংশগ্রহণকারীরা আশা করছেন, এই দিন করপোরেট ক্লায়েন্টরা আসতে পারেন। মেলা জমজমাট না হওয়ার পেছনে মেলার অবস্থানকে দুষেছেন অনেকে।

তবে মেলার আয়োজক বেসিস পরিচালক দিদারুল আলম সানি এ বিষয়ে দ্বিমত পোষণ করে বলেন, মেলা জমেছে। তিনি তার আয়োজন (আইটি ক্যারিয়ার ক্যাম্প) দেখিয়ে এই প্রতিবেদককে বলেন, দেখেন হলিভর্তি দর্শক। আয়োজনটি কর্মসংস্থান বিষয়ক হওয়ায় দর্শক উপস্থিতি বেশি ছিল। বেশিরভাগই ছিল শিক্ষার্থী। এতে আলোচনায় অংশ নেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, মোবাইল ফোন অপারেটর রবির হেড অব লিগ্যাল ও রেগুলেটরি শাহেদ আহমেদ প্রমুখ।

সংশ্লিষ্টরা বলছেন, গত বছরও এই জায়গাতেই মেলা অনুষ্ঠিত হয়। সে সময় শিক্ষার্থীদের আন্দোলন চললেও মেলায় দর্শক উপস্থিতি ছিল সন্তোষজনক।

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে হাজির হয়েছে। তারা তাদের বিভিন্ন পণ্যে ছাড় ও অফার ঘোষণা করেছে মেলা উপলক্ষে। মেলার শেষ দিনেও এসব অফার পাওয়া যাবে।

সম্মাননা স্মারক হস্তান্তর মেলায় বিভিন্ন সেবাপণ্য নিয়ে হাজির হয়েছে এরিনা ফোন বিডি লিমিটেড। মেলার ডিজিটাল এডুকেশন জোনে এডু-ক্লার্ক সফটওয়্যার নিয়ে হাজির এরিনা ফোন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের মোহাম্মদ ফজলে রাব্বি বলেন, আমাদের এই সফটওয়্যার ব্যবহার করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের সেবা অনলাইনের মাধ্যমে পাওয়া সম্ভব। অনলাইনে নিবন্ধনসহ যাবতীয় সব কাজ করা সম্ভব এই সফটওয়্যার দিয়ে।

এরিনা ফোন বিডি লিমিটেড কোম্পানি বিজনেস সলিউশন নিয়ে কাজ করে। যার মধ্যে একটি হলো, ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। এটি মূলত ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয় কার্যক্রমকে অটোমেশন ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। এই প্রতিষ্ঠানের আরেকটি সেবা ফ্লিপ ম্যানেজমেন্ট সিস্টেম, যা দিয়ে একটি প্রতিষ্ঠানের সব যানবাহন ব্যবস্থাপনা ডিজিটালাইজড করা সম্ভব, যা যানবাহন পরিচালনার খরচকে অর্ধেক করে। এছাড়া প্রতিষ্ঠানটি ক্লাউডবেজড আইভিআর ও ইন্টারঅ্যাক্টিভ এসএমএস গেটওয়ে সেবা প্রদান করে থাকে।

মেলায় অংশগ্রহণ করা অ্যাড৬৫ লিমিটেডের ব্যবস্থাপক পার্থ সারথী বলেন, ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ে আমরা যে ৩৬০ ডিগ্রি সেবা দিয়ে থাকি সেটা মেলায় তুলে ধরেছি।

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?