X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিগগিরই দাম কমছে না প্রযুক্তি পণ্যের

হিটলার এ. হালিম
০৩ জানুয়ারি ২০২২, ১০:০০আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫:১৭

সদ্য চাকরি জীবনে ঢুকেছেন ফয়সাল হাসান। কাজের সুবিধার্থে তার প্রয়োজন পড়ে একটি ল্যাপটপ। অনলাইন ঘেঁটে, দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি এবং এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টার মার্কেট ঘুরেছেন একাধিকবার। তবে কোথাও বাজেট অনুযায়ী ভালো কনফিগারেশনের ল্যাপটপ পাচ্ছিলেন না, সবখানেই দাম কিছুটা বেশি বলেই মনে হয়েছে তার। শেষে যে দামে ল্যাপটপটি কিনেছেন তাতে অন্য সময়ের তুলনায় অন্তত ৪ হাজার টাকা বেশি নেওয়া হয়েছে বলে মনে হয়েছে তার।

তবুও তিনি সন্তুষ্ট যে এবার ল্যাপটপ কিনতে পেরেছেন। এর আগেতো গত জুলাই-আগস্টে তিনি ল্যাপটপ কিনতে গিয়েও ফিরে এসেছিলেন বাজারে না থাকায়। তখন দাম আরও বেশি ছিল। এখন বাজারে ল্যাপটপ পাওয়া যাচ্ছে, দামও কিছুটা কমেছে বলে ফয়সাল হাসানের মনে হয়েছে।

দেশের বর্তমান প্রযুক্তি পণ্যের বাজারের চিত্র ঠিক এমনটাই।  

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যুগ্ম সম্পাদক মুজাহিদ আল বেরুনী সুজন বলেন, প্রযুক্তি পণ্যের বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। ল্যাপটপের সরবরাহ অনেকটাই স্বাভাবিক। বাজার চাহিদার ৫০ শতাংশে নেমে গিয়েছিলো ল্যাপটপের সরবরাহ। বর্তমানে তা ৬৫ থেকে ৭৫ শতাংশে পৌঁছেছে। বাজারে বর্তমানে নেটওয়ার্কিং পণ্য, রাউটার, সিকিউরিটি ক্যামেরা, গ্রাফিকস কার্ড, প্যানেলের সংকট রয়েছে। এসবের সংকট কাটতে দেরি হবে বলে মনে হচ্ছে। আমরাও ঠিক নিশ্চিত নই কবে নাগাদ সংকট দূর হবে। উৎপাদকরাও জানায় না কবে নাগাদ তাদের কাজ স্বাভাবিক ধারায় ফিরবে। সার্বিকভাবে দেশের প্রযুক্তি পণ্যের বাজারে বিক্রি প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সুজন জানালেন, ডলারের দাম বেড়ে যাওয়া, জাহাজ ভাড়া দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে তার প্রভাব পড়েছে পণ্য আমদানিতে। ফলে পণ্যের দাম দাম বেড়ে যে জায়গায় পৌঁছেছে তা সহসাই কমছে না। তিনি মনে করেন, স্কুল কলেজ পুরোপুরি খুলে গেলে, করপোরেট ক্রয় বাড়লে বাজার আগের অবস্থায় ফিরতে পারে।

দেশের প্রযুক্তি বাজারে স্বাভাবিক চিত্র ফিরিয়ে আনতে কম্পিউটার ব্যবসায়ীদের উদ্যোগেরও শেষ নেই। রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে আয়োজন করা হয় সপ্তাহব্যাপী কম্পিউটার মেলা। মেলায় দর্শক-ক্রেতা উপস্থিতি সন্তোষজনক ছিল বলে জানা গেছে। পণ্যে ছাড় ঘোষণা করে, উপহার দিয়ে দর্শক টানার চেষ্টা ছিল ব্যবসায়ীদের। এই মার্কেটের কয়েকটি ফ্লোরে পুরনো ল্যাপটপের বাজার গড়ে উঠেছে। বিভিন্ন দেশ থেকে আনা পুরনো ল্যাপটপ দেদার বিক্রি হচ্ছে।

মূলত প্রযুক্তিপ্রেমী চাহিদা মিটিয়েছে বাজারটি। যদিও দেশে পুরনো প্রযুক্তি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া আছে। তারপরও এই মার্কেটের উদ্যোক্তারা পরিস্থিতি বিবেচনায় এসব বিক্রির অনুমোদন দিয়েছেন। মার্কেটের সাধারণ সম্পাদক সুব্রত সরকার জানান, করোনার ফলে সৃষ্ট সংকট কেটে গেলে তিনি মার্কেটে পুরনো কম্পিউটার বিক্রি বন্ধের উদ্যোগ নেবেন। তিনি মনে করেন, পুরনো ল্যাপটপের মার্কেটের কারণে দেশে ল্যাপটপ সংকট সহনীয় ছিল।     

জানতে চাইলে আসুস ব্র্যান্ডের মার্কেটিং ম্যানেজার (ডিজিটাল অ্যান্ড পিআর) নাফিজ ইমতিয়াজ বলেন, আগের চেয়ে এখন বিক্রি বেড়েছে। ল্যাপটপের সরবরাহ আগের চেয়ে বাড়লেও ডেস্কটপে কিছু সমস্যা রয়েছে। গ্রাফিকস কার্ডের সংকট রয়েছে। কার্ড নির্মাতা প্রতিষ্ঠান এনভিদিয়া জানিয়েছে, এই সংকট সহসাই দূর হচ্ছে না।

তিনি জানান, চলতি বছরের মাঝামাঝি ল্যাপটপের দাম বাজারে বেড়ে গেলেও আসুস থেকে কোনও দাম বাড়ানো হয়নি। পণ্যের সংকট থাকায় খুচরা বিক্রেতারা দাম বাড়িয়েছিল। একটা কোর আই-ফাইভ প্রসেসর যুক্ত ল্যাপটপ ১০ হাজার টাকার বেশি দামে বিক্রি হয়েছে। যদিও এখন আর সেই দাম নেই। সরবরাহ স্বাভাবিক হয়ে আসায় বিক্রেতারা দাম কমিয়েছে। 

/এমআর/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে