X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যাদের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে তারাই বায়োমেট্রিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: তারানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১২:১৬আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১২:১৬

তারানা হালিম

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম অভিযোগ করেছেন, বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙুলের ছাপ) সিম নিবন্ধনের কারণে যাদের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে তারাই এটা নিয়ে ষড়যন্ত্র করছে। কোনও ষড়যন্ত্র করে তাকে দমিয়ে রাখা যাবে না। এই কাজ থেকে ফেরানোও যাবে না।

বুধবার সকালে সচিবালয়ে তার দফতররে দেশের মোবাইলফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন। বায়োমেট্রিক সিম নিবন্ধনের অগ্রগতি সম্পর্কে জানতে তিনি এই বৈঠক ডাকেন।

বায়োমেট্রিক সিম নিবন্ধনে উচ্চ আদালতে রিট প্রসঙ্গে তিনি বলেন, ‘সময় মতো রিটের জবাব দেওয়া হবে।’

১৬ ডিসেম্বরে শুরু হওয়া বায়োমেট্রিক পদ্ধতিতে এ পর্যন্ত আড়াই কোটির বেশি সিম নিবন্ধিত হয়েছে। ৩০ এপ্রিল পরযন্ত সিম নিবন্ধন করা যাবে।

গত ৬ মার্চ তারানা হালিম সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজের কর্মকর্তা, মোবাইলফোন অপারেটরগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। আজকের বৈঠকটি ওই বৈঠকের ধারাবাহিকতা বলে জানানো হয়েছে। বৈঠকে সিম নিবন্ধনের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ