X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাবা-মায়ের চিকিৎসাসেবা নিশ্চিতে ডক্টরোলা ডট কমের উদ্যোগ

রুশো রহমান
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৩

ডক্টোরোলা নিজ সন্তানকে অনেক যত্নে ও পরম আদরে বড় করার সর্বোচ্চ চেষ্টা করে থাকেন প্রতিটি বাবা-মা। দীর্ঘ সময় জুড়ে অনেক চড়াই উৎরাই পেরিয়ে নিজ সাধ্যের সবটুকু উজাড় করে দেন সন্তানের ভালোর জন্য। সেই আদরের ছোট্ট সন্তান পড়াশোনার গণ্ডি পেরিয়ে একসময় প্রবেশ করে কর্মজীবনে। শুরু হয় কর্মব্যস্ত জীবন। বেড়ে যায় ব্যস্ততা। এদিকে সময়ও থেমে থাকে না, বাবা-মা ধীরে ধীরে প্রবেশ করতে থাকেন বার্ধক্যের দিকে। এসময় সন্তানই যেন হয়ে যান তাদের সবচাইতে আপন।
প্রায় প্রত্যেক সচেতন সন্তান চেষ্টা করেন বাবা-মায়ের এই নির্ভরশীলতাকে অতি গুরুত্বের সঙ্গে দেখার। সব সময় সজাগ থাকেন, যেন তাদের কোনও কষ্ট না হয়। খাওয়া-দাওয়া, চলা-ফেরা, পছন্দ-অপছন্দের ব্যপারগুলো জানা থেকে শুরু করে বাবা-মাকে ঠিকমতো সময় দেওয়া, স্বাস্থ্যের খবর রাখা এগুলো হয়ে উঠে নিয়মিত রুটিন। কিন্তু কর্মব্যস্ততা ও নানাবিধ চাপ সামলাতে গিয়ে বাবা-মায়ের খোঁজ নেয়ার এই রুটিনটি হতে পারে বিঘ্নিত। এমনকি অফিসের কাজে অথবা পারিবারিক কারণে যেতে হতে পারে দূরে কোথাও, দীর্ঘ সময়জুড়ে থাকা লাগতে পারে শহর কিংবা দেশের বাইরে, বাবা-মা থেকে অনেক দূরে। এ অবস্থায় বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন, বিশেষ করে তাদের শারীরিক অসুস্থতায় দরকারি সেবা পাওয়া নিয়েই দুশ্চিন্তা বেশি থাকে।
ডক্টরোলা ডট কমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল মতিন ইমন বলেন, সন্তানের ব্যস্ততাজনিত কারণে বাবা-মায়ের চিকিৎসা সেবায় যেন কোনও ঘাটতি না পড়ে সেটি মাথায় রেখেই এই সেবা (সিনিয়র সিটিজেন কেয়ার সার্ভিস) আমরা নিয়ে এসেছি। এই সেবা দেওয়ার ক্ষেত্রে সেবার মান নিয়ে কোনও আপস করবে না ডক্টরোলা।

সিনিয়র সিটিজেন কেয়ার সার্ভিসের তিনটি ক্যাটাগরি রয়েছে। এগুলো হলো: সিলভার, গোল্ড ও প্লাটিনাম। এক বছরের জন্য যেকেউ এই তিনটি ক্যাটাগরির যেকোনও একটিতে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন সম্পর্কিত তথ্যের জন্য ডক্টরোলার সাইট www.doctorola.com  ভিজিট করতে হবে।

যা আছে সিনিয়র সিটিজেন কেয়ারে:

২৪ ঘণ্টা ফোনে ডাক্তারের পরামর্শ: সিনিয়র সিটিজেন কেয়ারে নিবন্ধিতরা যখনই প্রয়োজন ঠিক তখনই ফোনে কথা বলতে পারবেন একজন রেজিস্টার্ড ডাক্তারের সঙ্গে।

অনলাইন চ্যাট: ফোন কলের পাশাপাশি অনলাইনে চ্যাট করার মাধ্যমেও বছরজুড়ে পাওয়া যাবে ডাক্তারের পরামর্শ।

বাসায় ডাক্তার দেখানো: সিনিয়র সিটিজেন কেয়ারে নিবন্ধিতরা ক্যাটাগরি ভেদে বছরজুড়ে ৪ থেকে ৮ বার বাসায় বসে একজন রেজিস্টার্ড ডাক্তার দেখাতে পারবেন। 

বাসা থেকে স্যাম্পল সংগ্রহ ও রিপোর্ট পৌঁছে দেওয়া: পরীক্ষা-নিরীক্ষার জন্য বাসা থেকে স্যাম্পল সংগ্রহ ও রিপোর্ট বাসায় পৌঁছে দেওয়া সেবাটি ক্যাটাগরি নির্বিশেষে সবার জন্য বিদ্যমান আছে।

বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে ভিডিও কল: প্লাটিনাম গ্রাহকরা বছরে ৪ বার বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে ভিডিও কল করতে পারবেন। অন্যদিকে গোল্ড ও সিলভার গ্রাহকরা ২ বার করে এই সুবিধা পাবেন। 

সারাদেশে ডাক্তার অ্যাপয়নমেন্ট সার্ভিস: ফোনে পরামর্শ ও অনলাইন চ্যাটের মতো এই সেবাও নেওয়া যাবে যত খুশি ততোবার।

হাসপাতালে থাকা ও অন্যান্য খরচে ক্যাশ-ব্যাক: হাসপাতালে থাকা, ডাক্তার দেখানো, টেস্টের খরচের ওপর মিলবে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ-ব্যাক।

লাইফ ইনস্যুরেন্স কাভারেজ: ক্যাটাগরি ভেদে এই প্যাকেজে নিবন্ধিতরা পাচ্ছেন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত লাইফ ইনস্যুরেন্স কাভারেজের সুবিধা।

এগুলো ছাড়াও সিনিয়র সিটিজেন কেয়ার সার্ভিসের আওতায় রয়েছে আনলিমিটেড ইমার্জেন্সি ও অ্যাম্বুলেন্স সার্ভিস ইনফরমেশন ও ইলেক্ট্রনিক হেলথ রেকর্ড সেবা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা