X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্মার্ট টেকনোলজিসের ঘরে এলো ক্যাসপারস্কি

মাহবুবুর রহমান
১৪ নভেম্বর ২০১৮, ১৯:২০আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:২০

স্মার্টের ঘরে ক্যাস্পারস্কি স্মার্ট টেকনোলজিসকে আনুষ্ঠানিকভাবে পরিবেশক হিসেবে নিয়োগ দিলো ক্যাসপারস্কি ল্যাব। বুধবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ক্যাসপারস্কি ল্যাবের দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক শ্রেণিক ভায়ানি, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মহিবুল হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয় ক্যাসপারস্কি ল্যাব তাদের নতুন পরিবেশক-অংশীদারের সঙ্গে বাংলাদেশের বাজারে ব্যবসা বাড়াতে কাজ করবে। যা এই অঞ্চলে ক্যাসপারস্কি ল্যাবের ব্যবসা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিল্প, ব্যবসা এবং ব্যক্তিগত সাইবার সুরক্ষায় ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে ক্যাসপারস্কি স্মার্ট টেকনোলজিসকে তাদের পরিবেশক হিসেবে নিযুক্ত করলো।

শ্রেণিক ভায়ানি বলেন, পরিবেশক হিসেবে স্মার্ট টেকনোলজিসকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। এ অঞ্চলে সাইবার অপরাধীদের আগ্রাসীভাবে দমনের কৌশলে আমরা এগিয়ে যেতে চাই। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ১ বিলিয়ন ডলার চুরির ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে, এটা আমাদের জন্য একটা শিক্ষা। কোনও অঞ্চলই পুরোপুরিভাবে নিরাপদ নয় এবং এজন্য সাইবার সিকিউরিটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরেই এই দেশে ক্যাসপারস্কি বিষয়ে আগ্রহ দেখেছি। ক্যাসপাস্কি ল্যাবের একটা সম্প্রসারণ পরিকল্পনা রয়েছে, যার ধারাবাহিকতাই এই শুরু। জহিরুল ইসলাম বলেন, বিশ্বে ক্যাসপারস্কি ল্যাব সাইবার নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ নাম। ক্যাসপারস্কির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। এবার আমরা ক্যাসপারস্কি’র মত একটি বিশ্বখ্যাত অ্যান্টিভাইরাস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হচ্ছি। এখানে আমাদের বছরের অভিজ্ঞতা কাজে লাগাবো, যা দিয়ে আমরা নিশ্চিতভাবে ক্যাসপারস্কি ল্যাবের বিশ্বমানের পণ্য সারাদেশে ছড়িয়ে দিতে পারব। সাইবার ঝুঁকি ঠেকানোর মাধ্যমে ক্যাসপারস্কির পণ্য নিশ্চিতভাবেই বাংলাদেশের সব শ্রেণির মানুষের অর্থ ও সময়ের অপচয় রোধ করবে। ক্যাসপারস্কি ল্যাবের থ্রেট ইন্টেলিজেন্স এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা ধারাবাহিকভাবে পরবর্তী প্রজন্মের সাইবার নিরাপত্তা সমাধান করছে। বিশ্বব্যাপি ব্যবসা নিরাপদ রাখতে, গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তায় সরকারি এবং ব্যক্তি পর্যায়ে কাজ করছে ক্যাসপারস্কি। বিভিন্ন কোম্পানির গুরুত্বপূর্ণ সিকিউরিটি সল্যুউশন এবং প্রটেকশন নিয়ে কাজ করার পাশাপাশি এ প্রতিষ্ঠানটি ডিজিটাল হুমকি মোকাবেলাতেও কাজ করছে। 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া