X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্টের ইশতেহারে থাকছে কল রেট ও ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা

হিটলার এ. হালিম
১৬ ডিসেম্বর ২০১৮, ২০:১৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২০:১৭

ইন্টারনেট সেবা মোবাইল ফোনের কল রেট ও ইন্টারনেটের দাম কমানোর সুস্পষ্ট ঘোষণা আসছে ঐক্যফ্রন্টের ইশতেহারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঐক্যফ্রন্টের ইশতেহার তৈরি সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল পূর্বানীতে সকাল ১১টায় ঐক্যফ্রন্ট তাদের ইশতেহার প্রকাশ করবে। ওই ইশতেহারে তথ্যপ্রযুক্তি নিয়ে একটি বিশেষ অংশ থাকছে। সেই অংশে থাকতে পারে মোবাইলের কল রেট ও ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা।
পরিচয় প্রকাশ না করার শর্তে ইশতেহার প্রণয়নের সঙ্গে জড়িত একজন নেতা বাংলা ট্রিবিউনকে জানান, দেশে ১৫ কোটির বেশি মোবাইল ফোন সংযোগ রয়েছে। এর ব্যবহারকারীদের বেশির ভাগেরই অভিযোগ সম্প্রতি সরকার মোবাইল ফোনের ভয়েস (কথা বলায়) কলের রেট বাড়িয়েছে। এই বিষয়টি উপলব্ধি করে ইশতেহারে বিষয়টি সংযুক্ত করা হয়। ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে স্বাভাবিকভাবেই মোবাইল ফোনে কথা বলার খরচ কমাবে। ওই নেতা আরও বলেন, দেশের তরুণদের দীর্ঘদিনের দাবি ইন্টারনেটের দাম কমানো। তরুণরা কম দামে ইন্টারনেট ব্যবহার করতে চায়। তারা কম দামে ইন্টারনেট কিনতে চায়। ঐক্যফ্রন্ট এই বিষয়টি নিয়ে বিশেষভাবে ভাবছে। তারা ক্ষমতায় এলে ইন্টারনেটের দাম একেবারে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসবে। তিনি উল্লেখ করেন, দেশে বর্তমানে ইন্টারনেটে ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটির বেশি।   
দেশের বিভিন্ন গণজমায়েত এবং গুরুত্বপূর্ণ জায়গায় বিনামূল্যে ওয়াইফাইয়ের ব্যবস্থা করারও ঘোষণা আসতে পারে ঐক্যফ্রন্ট থেকে।
ইশতেহারে থাকতে পারে,সারাদেশে আরও আইটি পার্ক স্থাপন করা, সারাদেশের ভূমি রেকর্ড পুরোপুরি ডিজিটাল করা, ফ্রিল্যান্সিং (ফ্রিল্যান্সারদের)-এর জন্য সহযোগিতার হাত বাড়ানোর মতো ঘোষণা।

অন্যদিকে ই-গভর্নেন্স’র ব্যাপ্তি বাড়ানো,কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ন্যানো টেকনোলজি ইত্যাদি ভিত্তিক চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং প্রয়োজনীয় কর্মী প্রশিক্ষিত করে তোলার ঘোষণা থাকতে পারে ইশতেহারে।

 

/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া