X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জব্বার ও পলকের সংবর্ধনায় ঐক্যবদ্ধভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৯, ২২:৩৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:৩৫

সংবর্ধনা অনুষ্ঠানে মোস্তাফা জব্বার ও জুনাইদ আহমেদ পলক

মোস্তাফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দেশের পাঁচটি তথ্যপ্রযুক্তি বিষয়ক সংগঠন তাদেরকে সংবর্ধনা দিয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস),বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- (ই-ক্যাব) যৌথভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফা জব্বার। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

মোস্তাফা জব্বার বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাত-ভিত্তিক বাণিজ্য সংগঠনগুলোর কাজের পরিসর ও চ্যালেঞ্জ আমি খুব কাছ থেকে দেখেছি। তথ্যপ্রযুক্তি খাত-ভিত্তিক প্রতিষ্ঠানের প্রত্যাশা এবং সম্ভাবনা সম্পর্কেও আমি ওয়াকিবহাল। সৌভাগ্যের বিষয় বেসিস, বিসিএস, আইএসপিএবি, বাক্য এবং ই-ক্যাব নিজ নিজ সদস্যদের তথা তথ্যপ্রযুক্তি খাতের চাহিদা এবং চ্যালেঞ্জের প্রকৃত তথ্য আমাদের সামনে তুলে ধরছে এবং সরকারও সেই মাফিক কাজ করে এসেছে, করবেও।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় বাজার সম্প্রসারণ ও স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। দেশীয় তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা বাড়লেই সুদৃঢ় হবে ডিজিটাল বাংলাদেশের ভিত্তি।’

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাত আজ  যে উচ্চতায় আসীন তার কৃতিত্ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পাশাপাশি খাতসংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনগুলোরও। তথ্যপ্রযুক্তি খাত-ভিত্তিক বাণিজ্য সংগঠন একসঙ্গে মিলে কাজ করছে বলেই তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজেদের চ্যালেঞ্জের কথা জানাতে পারছেন এবং সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা প্রণোদনা সঠিকভাবে পাচ্ছেন।’

স্বাগত বক্তব্যে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর দুই মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের যে অগ্রযাত্রা চলছে, তা বেগবান হবে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়।’

অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন— বিসিএস সভাপতি সুব্রত সরকার, আইএসপিএবি’র সভাপতি এম এ হাকিম, বাক্যের সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ, ই-ক্যাবের সভাপতি শমী কায়সারসহ বেসিস নেতারা।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…