X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলায় চালু হলো প্রশ্নোত্তরের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘কোরা’

নুরুন্নবী চৌধুরী
২১ জানুয়ারি ২০১৯, ১৭:১৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২০:১৬



বাংলায় চালু হলো প্রশ্নোত্তরের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘কোরা’ বিশ্বব্যাপী প্রশ্নোত্তরের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘কোরা’ এবার চালু হলো বাংলা ভাষায়। বাংলাদেশ ও ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষীদের কথা চিন্তা করে ‘কোরা বাংলা’ চালু করা হলো। গত বুধবার (১৬ জানুয়ারি) বাংলা ভাষায় প্রশ্নোত্তরের এই মাধ্যমটির আনুষ্ঠানিক সংস্করণ উন্মুক্ত হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে ‘কোরা’র পরীক্ষামূলক বাংলা সংস্করণ নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য চালু হয়। এবার চালু হলো কোরার পূর্ণাঙ্গ বাংলা সংস্করণ।
বর্তমানে প্রতি মাসে ৩০ কোটির বেশি মানুষ কোরা ব্যবহার করেন।

বাংলা সংস্করণ চালু প্রসঙ্গে কোরার প্রতিষ্ঠাতা অ্যাডাম ডি অ্যাঞ্জেলো জানান, বিশ্বের জ্ঞান ভাগাভাগি করে নিতে বাংলা ভাষায় কোরা চালু হলো। অনেক বাংলাভাষী কোরা ইংরেজি ব্যবহার করছেন। বাংলা ভাষাভাষীদের জানার মাত্রা আরও বিস্তৃত করবে ‘কোরা বাংলা’।
‘কোরা বাংলা’র কমিউনিটি ম্যানেজার মৃণাল ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা নিঃসন্দেহে বাংলা ভাষাভাষীদের জ্ঞান চর্চা ও জানাশোনার পরিধিকে দারুণভাবে বাড়িয়ে দেবে।’ এরই মধ্যে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের বাংলাভাষীদের মধ্যে কোরা ব্যবহার বেড়েছে বলে জানান তিনি।
বাংলাদেশে নিয়মিত কোরা’য় সক্রিয় জাহিদ হোসাইন খান বাংলা ট্রিবিউনকে জানান, তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন তথ্য সবার জন্য উন্মুক্ত। বাংলা ভাষায় জ্ঞান বিজ্ঞান ও তথ্য সম্প্রসারণে ‘কোরা বাংলা’ দারুণ ভূমিকা রাখবে। এটি তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের জানার দক্ষতা বাড়াবে।
মোবাইল ফোন ও ওয়েবসাইট থেকে কোরা বাংলা ব্যবহার করা যাবে https://bn.quora.com ঠিকানায়।
উল্লেখ্য, ফেসবুকের সাবেক প্রধান কারিগরি কর্মকর্তা অ্যাডাম ডি অ্যাঞ্জেলো ২০০৯ সালে কোরা প্রতিষ্ঠা করেন। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে। ইংরেজি ছাড়াও এটি স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ ও ইন্দোনেশিয়ান ভাষায় চালু আছে। এ ছাড়া দক্ষিণ এশিয়ায় পাঁচটির বেশি ভাষায় চালু আছে ‘কোরা’।
‘কোরা’ চালুর পর থেকেই প্রযুক্তি বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞদের আকর্ষণ করে। ‘কোরা’ প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের করা নানা প্রশ্নের উত্তর দেন তারা। এই প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্লিপকার্টের সহ-প্রতিষ্ঠাতা শচীন বানসাল, উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসসহ বিভিন্ন খ্যাতনামা ব্যক্তি ও বিশেষজ্ঞ নানা প্রশ্নের উত্তর দেন।

 

/এইচআই/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী