X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সরকার নারীর সমতাবিধান ও ক্ষমতায়নে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৮:৫০আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:২৩

‘শি রকার্স মাই ইও ওমেন সামিট ও এসডিজি অ্যাওয়ার্ডস-২০১৯’ অনুষ্ঠানে অতিথীরা রাজধানীতে শুরু হয়েছে ‘শি রকার্স মাই ইও ওমেন সামিট ও এসডিজি অ্যাওয়ার্ডস-২০১৯’। হোটেল র‌্যাডিসন ব্লুতে দু’দিনের এই অনুষ্ঠান রবিবার (১০ মার্চ) উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সরকার নারীর সমতাবিধান ও ক্ষমতায়নে কাজ করছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ‘লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন অ্যাম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড-এ ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। এই পুরস্কার সেই কাজের স্বীকৃতি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। ছাত্রীদের জন্য বৃত্তি, ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি, বিনিয়োগ ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদে নারী প্রতিনিধিত্ব, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগে রয়েছে নারী। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকারে নারী প্রতিনিধিত্ব রয়েছে তিন ভাগের এক ভাগ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও নারী সদস্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, উদ্যোক্তাদের বৈশ্বিক সংগঠন ‘ইও’ (ইওর অর্গানাইজেশন)। এর বৈশ্বিক নাম ‘ইও গ্লোবাল’। বাংলাদেশ এর সদস্য হয়েছে ২০১৬ সালে। বাংলাদেশে ‘ইও বাংলাদেশ চ্যাপ্টার’ নামে পরিচিত এই সংগঠনটি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইও বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফারজানা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইও গ্লোবাল চেয়ার রোজমেরি অ্যান্ড্রেস। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইও গ্লোবাল এসডিজি বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।’ তিনি জানান, এটি উদ্যোক্তাদের একটা বৈশ্বিক প্ল্যাটফরম। বিশ্বকে নতুন কিছু দিতেই সবাই একত্র হয়েছে। এটি একটি শুভ উদ্যোগ বলে তিনি মনে করেন। বাংলাদেশ থেকেই অ্যাওয়ার্ড দেওয়া শুরু হচ্ছে বলে তিনি জানান।

প্রথম দিনের অনুষ্ঠানে রয়েছে– দুটি প্যানেল ডিসকাশন ও অ্যাওয়ার্ড নাইট।

ইও বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফারজানা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্বের ৫২টি দেশে রয়েছে ইও। আমাদের লক্ষ্য হলো ২০৩০ সাল। ওই সময়ে এসডিজি বাস্তবায়নে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী আমরা কাজ করছি।’ তিনি জানান, এই সম্মেলনের বিভিন্ন প্যানেল আলোচনায় যেসব সুপারিশমালা পাওয়া যাবে তা প্রতিবেদন আকারে সরকারকে দেওয়া হবে। তিনি মনে করেন, এসব সুপারিশ এসডিজি বাস্তবায়নে পলিসি তৈরি করতে সহায়ক হবে।

তিনি বলেন, ‘ইও হলো উদ্যোক্তাদের জন্য বড় প্ল্যাটফরম। এখানে তারা আইডিয়া, নলেজ, ভিউজ শেয়ার করতে পারছেন। এর মাধ্যমে তারা পেশা ও প্রাতিষ্ঠানিকভাবে উন্নতি করার সুযোগ পাবেন।’

তিনি আরও বলেন, ‘নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ইও নারী উন্নয়নে একটি নির্ভরযোগ্য সংস্থা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে।’

 

 

/এইচএএইচ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
উপজেলা নির্বাচনপ্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা