X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অ্যাপল আনলো ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো

ইশতিয়াক হাসান
১৪ নভেম্বর ২০১৯, ০৯:২৯আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০৯:৩২

ম্যাকবুক প্রো (ছবি-বিবিসি) অতীতের কিবোর্ড সমস্যার সমাধান করে ১৬ ইঞ্চি স্ক্রিনের নতুন ম্যাকবুক প্রো উন্মোচিত করলো অ্যাপল। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, নতুন কিবোর্ড ছাড়াও ল্যাপটপটিতে সংযুক্ত হয়েছে উচ্চ রেজুলেশনের রেটিনা ডিসপ্লে এবং ৬৪ জিবি পর্যন্ত মেমোরি।
কিবোর্ডের ব্যাপারে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ভার্জ বলে, নতুন কিবোর্ডটি অ্যাপলের জন্য অনেক বড় একটি অগ্রগতির বিষয়। কেননা ২০১৫ সাল থেকে ম্যাকবুক প্রো’র কিবোর্ডে ব্যবহার করা হয়েছিল ‘বাটারফ্লাই’ পদ্ধতি যেখানে টাইপ করা আরামদায়ক নয় বলেই মন্তব্য করেছিলেন অনেক ব্যবহারকারী।
নতুন ম্যাকবুক প্রো এর কিবোর্ডে কি গুলোতে ‘সিজর-সুইচ’ স্টাইল ব্যবহার করা হয়েছে। আর ‘এসকেপ’ কি আবারও রাখা হয়েছে। যেখানে অতীতের মডেলগুলোতে ব্যবহার করা হয়েছিল ভার্চুয়াল টাচবার বাটন যা কিবোর্ডে সবার ওপরে রাখা হয়েছিল।
গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের বাজার বিশ্লেষক রঞ্জিৎ আটওয়াল বলেন, কি বোর্ডের এই নতুন ডিজাইনের মাধ্যমে অ্যাপল বোঝাতে চাইলো যে, প্রতিষ্ঠানটি তার ক্রেতাদের কথাকে গুরুত্ব দেয়। বিবিসিকে তিনি বলেন, ‘আমরা সবসময়ই অ্যপল থেকে ধারাবাহিকভাবে ভালো পণ্য আশা করি যেখানে আগের পণ্যটি সেই ধারাবাহিকতায় ভালো ছিল না। ফলে অ্যাপলকে তার কিবোর্ড নিয়ে নতুন করে ভাবতে হয়েছে এবং সেই অনুযায়ী ফলও দিতে হয়েছে।’
নতুন এই ল্যাপটপটিকে ঠাণ্ডা করার ব্যবস্থাতেও আনা হয়েছে কিছু পরিবর্তন। এর ব্লেড এবং ভেন্টিলেশনকে আগের তুলনায় একটু বড় করা হয়েছে। এতে বাতাসের প্রবাহ আগের তুলনায় ২৮ শতাংশ বৃদ্ধি পাবে এখন। গ্রাফিক্যাল পারফরমেন্সের জন্য ল্যাপটপটিতে সংযোজন করা হয়েছে এ এম ডি রেডিঅন প্রো ৫০০০ এম গ্রাফিক্স কার্ড। ফলে এখন আরও সুন্দরভাবে গেম খেলা যাবে এবং রেন্ডারিংয়েও আসবে দ্রুততা। ল্যাপটপটির দাম শুরু হয়েছে ২ হাজার ৩৯৯ মার্কিন ডলার থেকে। বর্তমানে অ্যাপলের ওয়েবসাইটে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া