X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভার্চুয়াল রিয়েলিটি স্টুডিও কিনলো ফেসবুক

শরীফ এ চৌধুরী
২৮ নভেম্বর ২০১৯, ০২:১২আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০৪:০২





ভার্চুয়াল রিয়েলিটি স্টুডিও কিনলো ফেসবুক এখনও ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) দিয়ে তেমন সফল গেমস তৈরি করতে না পারলেও নতুন একটি ভিআর স্টুডিও কেনার কথা জানিয়েছে ফেসবুক। ‘বিট গেমস’ নামের এ গেমিং ভিত্তিক ভিআর স্টুডিওটি কেনার বিষয়টি নিয়ে এর আগে তেমন কিছু জানা যায়নি। বিট সাবের নামের গেম তৈরি হয়েছিল এ স্টুডিও থেকে, যে গেমটি অনেকটাই ফ্রুট নিনজা এবং গিটার হিরো গেমসের মতোই।
কত মূল্যে বা কী কী শর্তে নতুন এ ভিআর স্টুডিওটি অধিগ্রহণ করেছে ফেসবুক সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে স্টুডিওটি খুব শিগগিরই ফেসবুকের অকুলাস স্টুডিও’র সঙ্গে যুক্ত হবে। স্টুডিওটি আলাদাভাবেই প্রাগে অবস্থিত নিজেদের প্রধান কার্যালয় থেকেই পরিচালিত হবে।
গত কয়েক বছর ধরেই অকুলাস শুধু ভিআর ভিত্তিক হেডসেট নিয়েই কাজ করছিল। এবার গেমিং ভিআর স্টুডিও অধিগ্রহণের মাধ্যমে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে ফেসবুক।
নতুন এ স্টুডিও কেনার বিষয় এবং অকুলাস স্টুডিও’র সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে ফেসবুকের সুদূরপ্রসারী চিন্তাকে প্রাধান্য দিচ্ছেন বাজার বিশ্লেষকেরা। তাদের মতে, বর্তমানে মাইক্রোসফট এবং সনি একই পদ্ধতিতে বিভিন্ন ধরনের ছোট ছোট স্টুডিও অধিগ্রহণ করে নিচ্ছে বড় কিছু করার চেষ্টায়।
ফেসবুকের অধিগ্রহণে ‘বিট গেমস’ ব্যবহারকারীদের চিন্তার কিছু নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে জনানো হয়, আগে থেকেই বিট গেমস ব্যবহারকারীরা যেভাবে এ গেম ব্যবহার করতেন এখনও একই পদ্ধতিতেই করতে পারবেন।
ভিআর গেমসের মধ্যে বিট গেমসটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ বছরের শুরুতেই প্রতিষ্ঠানটি জানিয়েছিল তাদের প্রায় ১০ লাখ কপি গেম বিক্রি করেছে। মাত্র ৮ জন কর্মী নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। আর যেহেতু এসব বিষয় নিয়েই ফেসবুক অকুলাস তৈরি করেছে তাই ফেসবুক এ প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে আরও বড় আকারেই কিছু করতে চায়। অধিগ্রহণের আগেই ফেসবুক নিজেদের ভিআর সম্মেলনে এ প্রতিষ্ঠানটির নানা সফলতার দিকের কথাও তুলে ধরেছিল।
ফেসবুকের এমন অধিগ্রহণে গেম ভক্তরা দারুণ কিছুই আশা করতে পারেন। হয়তো খুব শিগগিরই ভিআর গেমের মধ্যেও নতুন এক সংযোজন নিয়ে আসবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, দ্য ভার্জ

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা