X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘তথ্যপ্রযুক্তি দেশের জাতীয় আয়ের প্রধান খাত হয়ে উঠছে’

টেক রিপোর্ট।।
০১ ডিসেম্বর ২০১৫, ১৫:২৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৮:১২

e-id picঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তথ্যপ্রযুক্তি দুর্নীতিরোধের প্রধান হাতিয়ার। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি কেবল দুর্নীতি দূর করার প্রধান হাতিয়ারই নয়, এ খাতটি দেশের জাতীয় আয়েরও প্রধান মাধ্যম হয়ে উঠছে। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘১১তম গভঃমেন্ট ডিসকাশন ফোরাম ফর ইলেক্ট্রনিক আইডেন্টিটি-২০১৫ –এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনটিকে ই-আইডি ফোরাম বলেও অভিহিত করা হচ্ছে। এর আয়োজক সরকাররে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসটি) বিভাগ এবং এশিয়া প্যাসিফিক স্মার্ট কার্ড অ্যাসোসিয়েশন (এপিএসসিএ)।সম্মেলন শেষ হবে বুধবার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটির সভাপতি ইমরান আহমদে। তিনি স্মার্টকার্ডের ব্যবহার, সুবিধা, উপযোগিতা এভং এর নিরাপত্তা নিয়ে বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও এপিএসসিএ-এর চেয়ারম্যান গ্রেগ পোটে।

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক জানান, এই ফোরামের মাধ্যমে কাউকে স্মার্ট কার্ড দেওয়া হবে না। তবে স্মার্ট কার্ড মানুষকে কি কি সুবিধা দেবে সেসব নিয়ে আলোচনা করা হবে। বিশ্বের যেসব দেশ স্মার্ট কার্ড ব্যবহার করে সেসব দেশের অভিজ্ঞতা, নাগরিক সুবিধা নিয়ে আলোচনা করা হচ্ছে ফোরামে।   

দুই দিনের এ ফোরামে ৮টি সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য ২টি সেশনসহ মোট ২৭টি কারিগরি অধিবেশন থাকবে যেখানে বিশ্বের স্মার্ট আইডি কার্ড বিশেষজ্ঞগণ অংশ নিচ্ছেন।

জানা যায়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবগুলো দেশসহ বিশ্বের ৩০টি দেশের ২৬টিরও বেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোম্পানি, শতাধিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে সাম্প্রতিককালে অনুষ্ঠিত সম্মেলনগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ আয়োজন। ই-আইডি ফোরামে নবম ও দশম আয়োজন হয়েছিল যথাক্রমে হংকং ও কম্বোডিয়ায়।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা