X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গুগলে বাংলাদেশে শীর্ষে সাকিব

নুরুন্নবী চৌধুরী
১২ ডিসেম্বর ২০১৯, ০৩:২১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০৪:৩০

সাকিব আল হাসান ২০১৯ সালে গুগল সার্চিংয়ে বাংলাদেশে শীর্ষ থাকা ১০ জন ব্যক্তি, ১০টি বিষয় এবং ১০টি শীর্ষ সংবাদের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। ট্রেন্ডে প্রকাশিত ব্যক্তির তালিকায় শীর্ষে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও এ তালিকায় জায়গা করে নিয়েছেন আরও চার খেলোয়াড়। তারা হলেন—মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। তাদের অবস্থান তালিকার যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম স্থানে।

খেলোয়াড়দের বাইরে তালিকায় জায়গা করে নেওয়া বলিউডের একমাত্র তারকা হলেন সারা আলী খান। তিনি আছেন তালিকার চতুর্থ স্থানে। সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলী খান এবং অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান সিনেমায় বেশ আলোচিত হয়ে উঠেছেন। সারা আলী খানের নাম সবচেয়ে বেশি সার্চ হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে।

তালিকায় পঞ্চম স্থানে আছেন বাংলা গানের শিল্পী সামজ ভাই। এ নামেই এ শিল্পীর রয়েছে একটি ইউটিউব চ্যানেল। সেখানেই এ শিল্পীর নানা গান রয়েছে। এ শিল্পীকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে রাজশাহী বিভাগ থেকে।
মেট্রিক্সখ্যাত অভিনেতা কেয়ানু রিভস তালিকায় অষ্টম স্থানে আছেন। কানাডিয়ান এই অভিনেতাকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ঢাকা বিভাগ থেকে।
‘অপরাধী’ গানের শিল্পী আরমান আলিফ আছেন নবম স্থানে।
সেরা ১০ সার্চ তালিকায় জায়গা করে নিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিও। তিনি তালিকায় দশম স্থানে আছেন।
ব্যক্তি তালিকার বাইরে বিষয়ভিত্তিক সার্চের মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ বনাম ভারত বিষয়টি। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ক্রিকবাজ লাইভ স্কোর এবং তৃতীয় স্থানে আছে এসএসসি ফলাফল ২০১৯। সেরা ১০ বিষয়ের মধ্যে আরও রয়েছে যথাক্রমে আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯, কোপা আমেরিকা ২০১৯, নাইন অ্যাপস, এইচএসসি ফলাফল ২০১৯, রেবিটহোলবিডি, এইচ৫ গেম এবং ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।
খবরের মধ্যে সবচেয়ে বেশি সার্চ হওয়া ১০টি বিষয়ের মধ্যে শীর্ষে আছে শিক্ষা বোর্ডের ফলাফল। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সাইক্লোন ফেনী এবং তৃতীয় স্থানে রয়েছে সাইক্লোন বুলবুল। সেরা ১০-এ থাকা বাকি সংবাদগুলোর মধ্যে রয়েছে—যথাক্রমে ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডিসি জামালপুর, বাবরি মসজিদ, ডাকসু, কাশ্মির, আমাজন রেইনফরেস্ট এবং নেইমারের ট্রান্সফার।
উল্লেখ্য, প্রতি বছর সার্চ ফলাফলের ওপর ভিত্তি করে বছর শেষে সার্চ ট্রেন্ড তালিকা প্রকাশ করে গুগল। দেশভিত্তিক এ সার্চ তালিকায় উক্ত বছরের সেরা সার্চ ফলাফল তুলে ধরা হয়।
সূত্র: গুগল ট্রেন্ডস

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা