X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিডিনগ সম্মেলনে ফেসবুক ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান

হিটলার এ. হালিম, কক্সবাজার থেকে ফিরে
১২ জানুয়ারি ২০২০, ১৯:৩৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৯:২৫

প্রধান অতিথি আমিনুল হাকিম বলেছেন সম্মেলনের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে কক্সবাজারের লং বিচ হোটেলে শুরু হওয়া ‘ইন্টারনেট অপারেশনাল টেকনোলজি’ বিষয়ক বিডিনগের একাদশ সম্মেলন ও কর্মশালা শেষ হচ্ছে মঙ্গলবার ( ১৪ জানুয়ারি)। গত ১০ জানুয়ারি এ সম্মেলন শুরু হয়।

কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের জন্য ‘আইপিভি-সিক্স ডেপলয়মেন্ট অন মাইক্রোটিক এবং অ্যাডভান্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি’ বিষয়ে প্রশিক্ষণ চলছে।

সম্মেলনের উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভ্পাতি আমিনুল হাকিম। অনুষ্ঠানে দ্য ইভলভিং ল্যান্ডস্কেপ অব দ্য ডিএনএস শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউড বেজড সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্স ডট কমের প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুমন হক। বাংলাদেশি বংশোদ্ভূত এই সফটওয়্যার প্রকৌশলী ডোমেইন নেইম সিস্টেম (ডিএনএস) বিষয়ে নতুন নতুন আপডেট তুলে ধরেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আমিনুল হাকিম বলেন, এ কর্মসূচি প্রযুক্তিবিদ ও প্রকৌশলীদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। এ ধরনের আয়োজনে আইএসপিএবি থেকেও নিয়মিত প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বিডিনগের নির্বাহী কমিটির সভাপতি নুরুল ইসলাম রোমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক, বিডিনগ বোর্ড অফ ট্রাস্টি’র চেয়ারম্যান রাশেদ আমিন বিদ্যুৎ। এ সময় বিডিনগের আগের ও ভবিষ্যত আয়োজনের আপডেট তুলে ধরেন নির্বাহী কমিটির সদস্য শায়লা শারমিন।

উদ্বোধনী অনুষ্ঠানের চতুর্থ সেশনে বাংলাদেশ পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম সাইবার নিরাপত্তাবিষয়ক আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের কোনও ফেসবুক আইডি নিরাপদ নয়, যেকোনও সময় ব্যক্তিগত তথ্যউপাত্ত হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে। বর্তমানে তথ্যপ্রযুক্তির প্রসারকে কাজে লাগিয়ে অনেকেই সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে। আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা এসব বিষয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছে। তিনি সবাইকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা করার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, ইন্টারনেট এখন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, সরকারি- বেসরকারি ই-সেবা, স্মার্টসিটি, স্মার্টহোমের মতো আরও অনেক নতুন নতুন সেবার ক্ষেত্রে বর্তমান সময়ে ইন্টারনেটের ব্যবহার অনেক বেড়েছে। তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর অবকাঠামো রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ। ফলে ইন্টারনেটের প্রযুক্তিগত কাঠামো যথাযথভাবে বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ বা প্রকৌশলীদের পেশাগত উৎকর্ষ বাড়ানোর কোনও বিকল্প নেই।

এবারের আয়োজনের সহ-আয়োজক হিসেবে আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আয়োজনের প্লাটিনাম স্পন্সর সামিট কমিউনিকেশন্স লিমিটেড। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া