X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ভারতে ব্যান্ডউইথের পরীক্ষামূলক রফতানি শুরু

হিটলার এ. হালিম
০৮ ডিসেম্বর ২০১৫, ১৭:২৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১১:২৩

bandwithভারতে পরীক্ষামূলকভাবে ব্যান্ডউইথ রফতানি শুরু করেছে বাংলাদেশ। সোমবার থেকে রফতানি শুরু হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন। তিনি আরও জানান, পরীক্ষামূলক রফতানি ৫-৬ দিন চলবে। এরপর চূড়ান্তভাবে রফতানি শুরু হবে।

মো. মনোয়ার হোসেন মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে বলেন,আমরা গতকাল (সোমবার) থেকে সিগন্যাল পাঠানো শুরু করেছি। এটা কয়েক দিন ধরে চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি চলতি মাসের মাঝামাঝি চূড়ান্তভাবে ব্যান্ডউইথ রফতানি শুরু করতে পারব।

জানা যায়, ব্যান্ডউইথ রফতানি বিষয়ে শনিবার ভারতের ত্রিপুরার আগরতলায় ভারতের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ। ওই বৈঠকে অংশ নিতে বিএসসিসিএল এবং বিটিসিএল –এর কর্মকর্তারা আগরতলা যাচ্ছেন।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে গত ৬ জুন ব্যান্ডউইথ রফতানির বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। ভারতের ‘ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)’ এবং বাংলাদেশের ‘বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল)’ মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। গত ২০ এপ্রিল দেশের অব্যবহৃত ব্যান্ডউইথ ভারতে রফতানি চুক্তির পক্ষে সম্মতি দেয় মন্ত্রিসভা।

চুক্তির শর্ত মতে, ১০ গিগাবাইট ব্যান্ডউইথ বাংলাদেশ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় রফতানি করবে। ফলে বাংলাদেশ বছরে ৯ কোটি ৪২ লাখ টাকা আয় করবে। প্রাথমিকভাবে এই চুক্তির মেয়াদ তিন বছর। তবে ভারতের চাহিদা অনুযায়ী ব্যান্ডউইথ রফতানি ৪০ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

দেশের সাবমেরিন ক্যাবল সংযোগ সি-মি-ইউ-৪ -এর কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে ব্যান্ডউইথ ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে চট্টগ্রাম হয়ে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আখাউড়া হয়ে আগরতলায় যাবে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক