X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনা আতঙ্কে বাতিল প্রযুক্তি জগতের বিভিন্ন ইভেন্ট

আসির আহবাব নির্ঝর
১২ মার্চ ২০২০, ২০:২২আপডেট : ১২ মার্চ ২০২০, ২০:২৩

ফেসবুকের এফ-৮ সম্মেলন বাতিল হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অনেক দেশে স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু রুটে বিমান চলাচল বন্ধও করে দিয়েছে অনেক দেশ। অন্যান্য অনেক ক্ষেত্রের মতো করোনা ভাইরাসের প্রভাব পড়েছে প্রযুক্তি ক্ষেত্রেও। করোনা আতঙ্কে বড় কিছু ইভেন্ট স্থগিত বা বাতিল করেছে বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান। স্থগিত বা বাতিল হওয়া ইভেন্টগুলোর মধ্যে আছে-

বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস হলো টেলিকম নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন। প্রতি বছর স্পেনের বার্সেলোনার এটি অনুষ্ঠিত হয়। তবে এবার করোনার কারণে এই কনফারেন্স বাতিল করা হয়েছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে গত ১২ ফেব্রুয়ারি এটি বাতিল করা হয়।

ফেসবুকের গ্লোবাল মার্কেটিং সামিট: ফেসবুকের গ্লোবাল মার্কেটিং সামিট হওয়ার কথা ছিল এ মাসের ৯ থেকে ১২ তারিখ অবধি। কিন্তু করোনা আতঙ্কে যুক্তরাষ্ট্রের সানফ্র্যান্সিসকোর এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ফেসবুকের গ্লোবাল মার্কেটিং সামিটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ হাজার লোক অংশ নেয়। এ কারণে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। ফলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ইভেন্টটি বাতিল করে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের এফ-৮ কনফারেন্স: গ্লোবাল মার্কেটিং সামিটের মতো এফ-৮ সামিটও বাতিল করেছে ফেসবুক। ২০২০ সালে ফেসবুকের সবচেয়ে বড় ইভেন্ট ছিল এফ-৮। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে এটিও বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যদিও কিছুদিন পর ছোট পরিসরে ফেসবুকের কিছু ইভেন্ট স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে।

গুগল ক্লাউড নেক্সট: মার্চের ২ তারিখ গুগল ক্লাউড নেক্সট ইভেন্ট বাতিলের ঘোষণা দেয় গুগল। করোনা ভাইরাস আতঙ্কে এই ইভেন্ট বাতিল করা হয়। গুগল ক্লাউড নেক্সট ইভেন্টের পরিবর্তে গুগলের বিভিন্ন টিমের সঙ্গে ছোট ছোট বিভিন্ন সেশন আয়োজন করা হবে বলেও জানানো হয়।

গুগল আই/ও: গুগলের বার্ষিক আই/ও কনফারেন্সকে প্রযুক্তি জগতের অন্যতম বড় ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয়। এই ইভেন্টেই বিভিন্ন পণ্য ও ফিচারের ঘোষণা দেয় গুগল। তবে করোনা ভাইরাসের কারণে গত ৩ মার্চ ইভেন্টটি বাতিল করে গুগল কর্তৃপক্ষ।

এছাড়া করোনা ভাইরাসের কারণে বাতিল বা স্থগিত হওয়া বিভিন্ন ইভেন্টের মধ্যে আরও আছে আইবিএমের থিংক, ওয়ার্কডে এর ইন্টারনাল সেলস কনফারেন্স, গেম ডেভেলপারস কনফারেন্স, কলিসন টেক কনফারেন্সসহ আরও অনেক ইভেন্ট।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি