X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিসিএস নির্বাচন: সমমনা থেকে ৫, চ্যালেঞ্জার্স থেকে ২ জন বিজয়ী

টেক রিপোর্ট
১৩ মার্চ ২০২০, ১৯:৪৪আপডেট : ১৪ মার্চ ২০২০, ২০:৪০

বিসিএস নির্বাচনের ফল দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সমমনা৭ প্যানেল থেকে ৫ এবং চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল থেকে দুই জন বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা অবধি ভোট গ্রহণ চলে। ভোট গণণা শেষে সন্ধ্যায় নির্বাচন বোর্ড ফল ঘোষণা করে। বিজয়ীরা আগামী ২ বছর (২০২০-২২) বিসিএস পরিচালনা করবে। ১৬ মার্চ বিজয়ীদের মধ্যে পদ বণ্টন করা হবে বলে জানা গেছে।

‘সমমনা-৭’ প্যানেল থেকে ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো. শাহিদ-উল-মুনীর (প্রাপ্ত ভোট ৫৬৮), কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম (৫৬০ ভোট), স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন (৫৫২ ভোট),স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মুজাহিদ আলবেরুনি সুজন (৫৪৯ ভোট) এবং অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন (৪৮৭ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল থেকে সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া সর্বোচ্চ (৬১৮ ভোট) পেয়েছেন বিজয়ী হয়েছেন। একই প্যানেলের স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জানা গেছে, মোট ১ হাজার ১২৬ ভোটারের মধ্যে ১০৩৮ জন ভোট প্রদান করেন।

নির্বাচন বোর্ডের ফল ঘোষণা

ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যামটবের সাবেক মহাসচিব টি আই এম নূরুল কবির। এ সময় বোর্ড সদস্য শেখ কবীর আহমেদ ও বীরেন্দ্র নাথ অধিকারী উপস্থিত ছিলেন।

প্রথবারের মতো নির্বাচনে এসে জয় পেয়েছেন স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মুজাহিদ আলবেরুনি সুজন। তিনি বিজয়ের পরে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেন, দায়িত্ব পেলে তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। আমার কিছু পরিকল্পনা আছে সেগুলো যাতে বাস্তবায়ন করা যায় তা নবনির্বাচিত কমিটির কাছে জানাবো।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা