X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাজার কমছে বিশ্বের শীর্ষ তিন স্মার্টফোন কোম্পানির

আসির আহবাব নির্ঝর
২৮ আগস্ট ২০২০, ২৩:৪৬আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২৩:৪৯

বাজার কমছে বিশ্বের শীর্ষ তিন স্মার্টফোন কোম্পানির

মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমেছে। এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে গত বছরের একই সময়ের তুলনায় স্মার্টফোনের বাজার কমেছে ২০ শতাংশ। গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের সবর্শেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গার্টনারের  প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, মহামারি করোনাভাইরাসের প্রভাবে স্মার্টফোনের বিক্রি কমে গেছে। ফলে এর শিপমেন্ট নেমে এসেছে ২৯৫ মিলিয়নে। গত বছরের তুলনায় এ বছর স্মার্টফোন বাজারের শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের কারোরই বিক্রি বাড়েনি, উল্টো কমেছে।

বৈশ্বিক স্মার্টফোন বাজারের এ পরিস্থিতি সম্পর্কে গার্টনারের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট আশুল গুপ্ত বলেন, ‘করোনা মহামারির প্রভাবে স্মার্টফোন বাজারে ইতিহাসের সবচেয়ে বড় পতন দেখা গেছে। চীনের বেশিরভাগ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এবং মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে কারখানা বন্ধ রাখতে বাধ্য হওয়ায় ও গ্রাহকরা ব্যয় সংকোচন করায়— এ ক্ষতি হয়েছে তাদের।’

গার্টনারের তথ্যানুযায়ী, বাজারের শীর্ষে থাকা স্যামসাং চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ৫৪ দশমিক ৭ মিলিয়ন হ্যান্ডসেট বাজারজাত করেছে। গত বছরের তুলনায় যা ২৭ দশমিক ১ শতাংশ কম। বর্তমানে তাদের মার্কেট শেয়ার ১৮ দশমিক ৬ শতাংশ।

এই সময়ে স্যামসাংয়ের নিকটবর্তী প্রতিযোগী হয়ে উঠেছে হুয়াওয়ে। তারা বাজারজাত করেছে ৫৪ দশমিক ১ মিলিয়ন হ্যান্ডসেট, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ কম। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে হুয়াওয়ের মার্কেট শেয়ার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪ শতাংশ।

স্মার্টফোন বাজারের তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। ২০২০ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে তারা বাজারে ছেড়েছে ৩৮ মিলিয়ন ফোন, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ কম। গেজেটস নাউয়ের প্রতিবেদনে অ্যাপলের মার্কেট শেয়ারের তথ্য তুলে ধরা হয়নি।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী