X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডিজিটাল ট্রেডের প্রসার-উন্নয়নে ইন্ডাস্ট্রি লিডারদের ভূমিকার ওপর গুরুত্বারোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ২০:২৯আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২০:৩২

 

ডিজিটাল ট্রেডের প্রসার-উন্নয়নে ইন্ডাস্ট্রি লিডারদের ভূমিকার ওপর গুরুত্বারোপ

ডিজিটাল ট্রেডের প্রসার ও উন্নয়নে ইন্ডাস্ট্রি লিডারদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।  শনিবার ( ১৭ অক্টোবর) ডিজিটাল ট্রেড উইকের তৃতীয় দিনে মার্চেন্ট বে’র সহযোগিতায় জেসিআই বাংলাদেশের আয়োজনে ‘লিডারশিপ কনক্লেভ সেশন’ অনুষ্ঠিত হয়।  সেই সেশনে বক্তারা বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই সেশনে উপস্থিত ছিলেন— টেক ইন এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আন্ড্রু বেইসলি, ডেল ইএমসি (এশিয়া ইমার্জিং মার্কেট) -এর ভাইস প্রেসিডেন্ট অনোথাই অয়েট্টায়াকর্ন, সহজ ডট কমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ হালিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাড সার্চ’র সিইও এবং জেসিআই সেন্ট্রাল পার্ক হেলনিস্কি’র প্রেসিডেন্ট হেলেনা রেবেন।  এছাড়া আরও উপস্থিত ছিলেন মার্চেন্ট বে’র ব্যবস্থাপনা পরিচালক আবরার হোসনে সায়েম।

টেক ইন এশিয়া’র ব্যবস্থাপনা পরিচালক আন্ড্রু বেইসলি বলেন, ‘পরবর্তী দশকে দক্ষিণ-পূর্ব এশিয়া ব্যবসা প্রসারের ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত হতে চলেছে।  ইন্দোনেশিয়ার তুলনায় বাংলাদেশের জনসংখ্যা দুই-তৃতীয়াংশ, আর গড় বয়স ২৮ বছর।  অপরদিকে চীন ও যুক্তরাষ্ট্রের জনসংখ্যার গড় বয়স ৩৮ বছর।  এর মানে হলো বিপুল পরিমাণ জনগোষ্ঠী অর্থনীতিতে অবদান রাখতে পারবে এবং ব্যবসার প্রসার ও উন্নতির ক্ষেত্রে প্রযুক্তি ও নতুন ধরনের উদ্ভাবনও বড় ভূমিকা রাখবে।’

সহজ ডট কমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন, ‘ডিজিটাল মার্কেটে একটি পণ্য বা সেবা তৈরি করার সময় বেশকিছু বিষয় মাথায় রাখা জরুরি। এগুলোর মধ্যে রয়েছে সামগ্রিক ব্যবসার পরিধি সম্পর্কে জানা, ক্রেতারদের সামগ্রিক মনোভাব ও চাহিদার কথা জানা, নিজে যদি ক্রেতা হই তবে কী কীবিষয় আমি চাইবো সেগুলোকে বের করা, প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জানা এবং এটিকে সফল করতে কী পরিমাণ সময় লাগবে, তা নির্ধারণ করা এবং এটি সম্পর্কে গ্রাহক পর্যায়ে মতামত গ্রহণ করা।’

অনোথাই অয়েট্টায়াকর্ন বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতে ব্যবসা টিকিয়ে রাখতে দুটি জিনিস জরুরি। একটি হলো ব্যবসাকে নতুন উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে পরিচালিত করা এবং অপরটি হলো যেসব ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেগুলা ব্যবহারের মাধ্যমে কীভাবে টার্গেট মার্কেটের কাছে পৌঁছানো যায়, সেটা নিয়ে কাজ করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া।’

ডিজিটাল ট্রেডকে প্রমোট করতে এবং তৈরি পোশাক খাতে ট্রেডের ডিজিটালাইজেশনের সূচনা করতে এমন আয়োজন বাংলাদেশে এই প্রথম।  বাংলাদেশের রফতানি খাতকে প্রসারিত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে এর আয়োজক মার্চেন্ট বে।  আয়োজনটি চলবে ২১ অক্টোবর পর্যন্ত।  এছাড়া ২১ অক্টোবর মার্চেন্ট বে পডকাস্ট শো'র প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।  পডকাস্ট শো'তে ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবেন সফল উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা।

ডিজিটাল ট্রেড উইকের বিস্তারিত জানা যাবে  https://merchantbay.com/digitaltrade/events/ এই ঠিকানায়।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা