X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কম্পিউটার সমিতির সদস্যরা বিনা জামানতে ঋণ পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ২০:৪৪আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২০:৪৬

কম্পিউটার সমিতির সদস্যরা বিনা জামানতে ঋণ পাবেন

সদস্য ও উদ্যোক্তাদের যাবতীয় ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান এবং জামানতবিহীন এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) তথ্যপ্রযুক্তি খাতে বিসিএস সদস্যদের এসএমই ঋণ সুবিধা প্রদানের জন্য ওয়েবিনারে বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ. হোসাইনের উপস্থিতিতে আর্থিক সংকট মোকাবিলা ও ঋণ সুবিধাসহ ‘উদ্যম’ ফিনান্সিয়াল সলিউশনের যাত্রা শুরু হয়।  কাজী ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকার আমদানিকারক হওয়ার চেয়ে উৎপাদনকারী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেছে। ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানে ব্র্যাক ব্যাংক উদ্যোক্তাদেরও সহজ শর্তে অর্থায়ন করবেন বলেই আমি আশা করি।’

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম।  এসবিকে টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবীরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  সেলিম আর.এফ. হোসাইন বলেন,  ‘করোনাকালীন ডিজিটাল বাংলাদেশের প্রয়োজনীয়তা আরও বেশি প্রতিয়মান হয়েছে।  বেড়েছে হালনাগাদ প্রযুক্তির ব্যবহার।  ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিসিএস’র সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং এই খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক সুবিধা প্রদান করা গেলে তা উভয় পক্ষের জন্য কল্যাণকর।’  তিন মাসের মতো তথ্যপ্রযুক্তি খাতে ব্যবসা ছিল না উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের অবস্থাও নাজুক ছিল।’  তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমাদের মধ্যে থেকে ২৮ জন উদ্যোক্তা প্রযুক্তিপণ্য উৎপাদনের কাজ শুরু করেছেন।’

ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন জানান, বিসিএস’র সঙ্গে এই সমঝোতা চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবার পাশাপাশি জামানতবিহীন ঋণ, এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ), স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিটসহ বেশকিছু সুবিধা বিসিএস সদস্যরা উপভোগ করতে পারবেন।  ব্যাংকিং ও ঋণ সুবিধা দিতে ব্র্যাক ব্যাংকের এলিফেন্ট রোড শাখাসহ প্রধান প্রধান শাখাগুলোতে মিলবে সান্ধ্যাকালীন ব্যাংকিং সেবা।  বিসিএসের শাখা অফিস অবিস্থত ৭টি জেলাতে থাকবে ডেডিকেটেড এসএমই হেল্পলাইন।  থাকবে ফ্রি ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং সেবা। চালু হবে কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা