X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পোল্ট্রি খাত নিয়ে অ্যাপ ‘পোল্ট্রি প্রো’

রুশো রহমান
২৩ নভেম্বর ২০২০, ২১:০৪আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:০৬

পোল্ট্রি প্রো আন্তর্জাতিক বাজারে পোল্ট্রি খাত নিয়ে প্রযুক্তিভিত্তিক অনেক কাজ হলেও দেশের বাজারে এই খাতে খুব একটা অগ্রগতি দেখা যায়নি। দেশের পোল্ট্রি খাতে প্রযুক্তির ব্যবহারও কম। তবে এই খাত নিয়ে আশার খবর শোনালেন শেখ মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

সাখাওয়াত হোসেন জানান, একটি অ্যাপ বানিয়েছে তার প্রতিষ্ঠান।  যে অ্যাপ ব্যবহার করে পোল্ট্রি খাতের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তার কর্মীদের প্রতিদিনের কাজ পর্যবেক্ষণ করতে পারবে।  আর খামারিরা পাবেন প্রয়োজনীয় তথ্য।  এতে সময় ও শ্রম বাঁচবে।  এ খাতের কার্যকারিতা বাড়বে বলেও তার বিশ্বাস।

সাখাওয়াতের প্রতিষ্ঠান ই-ট্র্যাকার সলিউশনের বানানো অ্যাপটির নাম পোল্ট্রি প্রো। মূলত বিক্রয় ব্যবস্থাপনা ঘরানার অ্যাপটি কাজ করে তিনটি অংশে।  মাঠ পর্যায়ের কর্মীদের কাছে থাকবে ইউজার অ্যাপ। যারা অ্যাপে তাদের প্রতিদিনের কার্যক্রম লিখে রাখবেন।  কোথা থেকে কোথায় গেলেন, কেমন খরচ হলো, দিনে করণীয়— এসব জানাতে পারবেন।  সেই সঙ্গে কত বিক্রি হলো, লক্ষ্য পূরণ হলো কিনা, তা জানতে পারবেন অ্যাপ থেকেই।  বাকিতে বিক্রি ও ঋণ সংক্রান্ত ব্যাপারগুলো পাওয়া যাবে ক্রেডিট কন্ট্রোল অংশে।  আর খামারিরা হাঁস-মুরগির জীবনচক্র লিপিবদ্ধ করতে পারবেন।  এতে খামারে কবে কখন কী প্রয়োজন, তা জানিয়ে দেবে অ্যাপ।

অ্যাডমিন অ্যাপ থাকবে প্রতিষ্ঠানের কর্তাদের কাছে।  তারা ঠিক করে দেবেন— কর্মী দিনে কী কাজ করবেন, সঙ্গে কর্মীর কাজও পর্যবেক্ষণ করা যাবে সেখান থেকে। আর সার্বিক প্রতিবেদন দেখা যাবে ড্যাশবোর্ডে।

জাপানে হিটাচিতে কাজ করতেন শেখ মোহাম্মদ সাখাওয়াত হোসেন।  দেশে ফেরেন ২০০৯ সালে।  ২০১৬ সালে পোল্ট্রি প্রো অ্যাপ দিয়েই শুরু হয় ই-ট্র্যাকার সলিউশন।  মূল উদ্যোক্তা তিন জন।  সাখাওয়াত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।  অন্য দুই উদ্যোক্তার একজন মাজহারুল হক, অপরজন মো. বিল্লাল সিদ্দিকি।

পোল্ট্রি খাত নিয়ে কাজ শুরুর কারণ হিসেবে সাখাওয়াত হোসেন বলেন, ‘পোলট্রি খাত নিয়ে দেশে এর আগে এমন কাজ হয়নি।  শূন্যতা ছিল।  আগে প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে চড়া দামে সফটওয়্যার কিনতো।  আমরা স্বল্প খরচে অ্যাপ দিই। পোল্ট্রি থেকে শুরু হলেও অন্যান্য শিল্প খাতেও কাজ শুরু করেছে সাখাওয়াতদের প্রতিষ্ঠান ই-ট্র্যাকার।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া