X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৫:৪৬আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৫:৪৬

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল মানবসম্পদ ছাড়া রোবট, এআই কিংবা আইওটিসহ ডিজিটাল বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে না। তিনি বলেন, ‘আমাদের মানুষ আছে, তাদের সম্পদে পরিণত করতে হবে। প্রচলিত শিক্ষা মানুষকে সম্পদে পরিণত করে না। একজন শিক্ষার্থী যে বিষয়েই লেখাপড়া করুক না কেন, তাকে ন্যূনতম ডিজিটাল দক্ষতা অর্জন করতেই হবে। পরিবর্তিত বিশ্বে ডিজিটাল মানবসম্পদই কেবল পারবে প্রযুক্তি বিপ্লবের চ‌্যালেঞ্জ মোকাবিলা করতে।’

মঙ্গলবার (৫ জুলাই) রাতে ঢাকায় আইইবি তড়িৎ প্রকৌশল বিভাগ আয়োজিত ‘অ্যালিকেশন অব রোবটিকস অ্যান্ড অটোমেশন বাংলাদেশ টার্গেটিং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একটি দেশের বড় শক্তি হলো সে দেশের মানুষের মেধা ও জ্ঞান। বাংলাদেশের ছেলে-মেয়েদের মেধা ও সৃজনশীলতা বিশ্বে অতুলনীয়। তারা উপযুক্ত পরিবেশ পেলে অভাবনীয় দক্ষতার সঙ্গে জাতীয় অগ্রগতির অগ্রযাত্রায় বিস্ময়কর সফলতা অর্জনে সক্ষম।’

মোস্তাফা জব্বার বলেন, ‘রোবট, ব্লকচেইন কিংবা অন্য যেকোনও প্রযুক্তি আসছে— সেগুলো মানুষের সহায়ক শক্তি হিসেবে কাজ করার জন্য। কিন্তু কোনও অবস্থাতেই প্রযুক্তি মানুষের বিকল্প শক্তি হতে পারে না।’

তিনি বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হচ্ছে— অতীতে আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এই তিনটি শিল্পবিপ্লবে অংশগ্রহণই করতে পারিনি। এর ফলে আমরা প্রযুক্তিতে শত শত বছর পিছিয়ে আছি।’

ইউরোপ কিংবা আমেরিকায় বিদ্যমান মানবসম্পদের ঘাটতি মেটাতে চালকবিহীন গাড়ি কিংবা মানুষবিহীন পোশাকশিল্প প্রয়োজন। কিন্তু আমরা আমাদের বিশাল জনগোষ্ঠীকে যন্ত্রের হাতে ছেড়ে দিতে পারি না। তাদের জীবন-জীবিকা ঠিক রেখেই আমাদের প্রযুক্তি বিপ্লবে সামনে এগোতে হবে।’ ফোরআইআরকে জাপান যথার্থই অমানবিক হিসেবে আখ্যায়িত করে সোসাইটি ফাইভ পয়েন্ট জিরো ধারণা নিয়ে কাজ করছে বলে উল্লেখ করেন টেলিযোগাযোগ মন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা রোবট তৈরি করবো এবং আমাদের তৈরি করা রোবট কিংবা যন্ত্র দিয়ে উন্নত বিশ্ব তাদের মানুষের ঘাটতি মেটাবে।’ মন্ত্রী ডিজিটাল প্রযুক্তিনির্ভর জাতি বিনির্মাণে অবদান রাখতে প্রকৌশলী সমাজের দায়িত্ব স্মরণ করিয়ে দেন এবং তিনি তাদের ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।

আইইবি তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– আইইবি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু, বুয়েট অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, আইইবি ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান প্রমুখ।

 

/এইচএএইচ/আরকে/এপিএইচ/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা