X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডিজিটাল সিলেট সিটি বিনির্মাণে ৩১ মডিউলের সফটওয়্যার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২২, ২০:০৮আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২০:০৮

ডিজিটাল সিলেট সিটি শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে বাস্তবায়নাধীন হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে  একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য অধিদফতর এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়।

বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বিসিসি সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ প্রকল্প বাস্তবায়ন করছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার।

বিসিসির পক্ষে ডিজিটাল সিলেট সিটি (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খান, স্বাস্থ্য অধিদফতরের পক্ষে এমআইএস  অ্যান্ড লাইন পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া সমঝোতা স্মারকে সই করেন।

সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল পাচ্ছে দেশের প্রতিটি মানুষ। দৈনন্দিন জীবনের প্রয়োজন হতে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই তথ্যপ্রযুক্তি ব্যবহার হচ্ছে।’

তিনি বলেন, ‘আধুনিক স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকল্প নেই। তাই চিকিৎসা প্রদানের পাশাপাশি হাসপাতাল বা মেডিক্যাল সেন্টারগুলোর ব্যবস্থাপনার ক্ষেত্রেও আইসিটির যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত পারলে অধিকতর উন্নত সেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে বাস্তবায়নাধীন হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় ৩১টি মডিউল সংবলিত সফটওয়্যার উন্নয়ন করা হচ্ছে। এই সিস্টেমের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য  ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি মড্যুলার ডাটা সেন্টার এবং প্রয়োজনীয় কম্পিউটার হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং যন্ত্রপাতি স্থাপনের কাজ  ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের অর্থায়নে চলমান রয়েছে।

 

 

 

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া