X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

উড়োজাহাজ থেকেও মোবাইলে কল করা যাবে?

ইশতিয়াক হাসান
০৪ ডিসেম্বর ২০২২, ১৪:১৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৪:১৮

খুব শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উড়োজাহাজের যাত্রীরা বিমান আকাশে চলা অবস্থায় মোবাইলে কল করতে পারবেন। ইউরোপীয় কমিশন ধীর গতির মোবাইল ডাটার পাশাপাশি উড়োজাহাজের ভেতরে ফাইভ-জি সেবাও চালু করতে রুল জারি করেছে। বিবিসি জানিয়েছে, এর অর্থ হলো এর পর থেকে বিমানে উঠে যাত্রীকে আর তার মোবাইল ফোনে এয়ারপ্লেন মোড চালু করতে হবে না। তবে এটি কীভাবে বাস্তবায়িত করা হবে, সে সম্পর্কে এখনও পরিষ্কার কোনও ধারণা দেওয়া হয়নি।

সংবাদমাধ্যমটি জানায়, আগামী বছর জুনের ৩০ তারিখ থেকে এটি চালু হওয়ার কথা। ইইউ ইন্টারনাল মার্কেট কমিশনার থেরি ব্রেটন বলেন, এটি চালুর মাধ্যমে জনগণের মাঝে একটি উদ্ভাবনী পরিষেবাকে উন্মুক্ত করা হলো। সেই সঙ্গে এটি ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর অগ্রগতিতেও সহযোগী হবে। 

তিনি আরও বলেন, উচ্চ ক্ষমতার সুপার ফাস্ট কানেক্টিভিটি যেখানে এমন সুযোগ দিচ্ছে সেখানে আকাশ পথও আর সীমাবদ্ধ থাকবে না।

জানা যায়, ২০০৮ সাল থেকে ইইউ কমিশন কিছু ফ্রিকোয়েন্সি ব্যান্ড তাদের জন্য রিজার্ভ রেখেছিল; যেন মধ্য আকাশে ইন্টারনেট ব্যবহারের কিছু পরিষেবা চালু করা যায়। কিন্তু সেই পরিষেবাটি ঐতিহাসিকভাবেই খুব ধীর গতির। কিন্তু ফাইভজি-এর কারণে একে এখন বেশ গতিশীল করা সম্ভব। এর গতিকে এখন ১০০ এমবিপিএস করা সম্ভব অর্থাৎ একটি মুভিকে মাত্র কয়েক মিনিটেই ডাউনলোড করে ফেলা যাবে।

যদিও আমেরিকায় ফাইভজি ফ্লাইটের জন্য সমস্যা। কেননা সেখানে এই ফ্রিকোয়েন্সির কারণে বিমানের উচ্চতা নির্ণয়ে সমস্যার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু ইউকে ফ্লাইট সেফটি বিভাগের কার্যনির্বাহী প্রধান দাই হুইটিংহ্যাম বলেন, এটি ইউকে এবং ইইউ এর জন্য কোনও সমস্যা নয়।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া