X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডাকঘর ডিজিটাল করতে সহযোগী হতে চায় বাংলালিংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ২০:৩৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২০:৩৮

ডাকঘর ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় সহযোগী হতে এবং টেলিটকের টাওয়ার ও স্পেকট্রাম শেয়ারিংয়ে আগ্রহ প্রকাশ করেছে ভিওন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশের মোবাইল অপারেটর বাংলালিংক। ভিওন গ্রুপের সিইও কান তারজিওগলু বুধবার (৭ ডিসেম্বর) ঢাকায় সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সৌজন‌্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান। সাক্ষাৎকালে ভিওন গ্রুপ সিইও ৬ সদস‌্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সাক্ষাতকালে তারা ডিজিটাল মোবাইল অপারেটরগুরেলার মধ‌্যে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ, ডিজিটাল যোগাযোগ প্রযুক্তি বিকাশ, মানবসম্পদ উন্নয়ন, মোবাইল টাওয়ার শেয়ারিং ও ডিজিটাল কমার্সের সম্ভাবনাকে কাজে লাগাতে দেশব‌্যাপী ডাকঘরের বিশাল অবকাঠামো কাজে লাগানোর প্রয়োজনীয়তাসহ নিরবচ্ছিন্ন মোবাইল সেবার ভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।

দেশের ৯ হাজার ডাকঘরকে ডিজিটাইজ করতে চলমান কর্মসূচি তুলে ধরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘ডিজিটাল কমার্সের জন্য ডাকঘর এখন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশব্যাপী ডাকঘরের যে বিশাল অবকাঠামো ও জনবল আছে তা কাজে লাগাতে আমরা নিরলসভাবে কাজ করছি।’

ডাকঘরকে ডিজিটাইজ করার প্রক্রিয়ায় বাংলালিংকের সহযোগিতার বিষয়টি যাচাই পূর্বক বিবেচনা করার আশ্বাস দেন টেলিযোগাযোগ মন্ত্রী। তিনি টেলিটকের টাওয়ার ও স্পেকট্রাম শেয়ারের প্রস্তাবটি বিবেচনারও আশ্বাস দেন। মন্ত্রী বলেন, ‘বাংলালিংক ও টেলিটকের অবকাঠামো পারস্পরিক শেয়ারিংয়ের ফলে উভয় প্রতিষ্ঠানেরই বিনিয়োগের দিক থেকে অনেক লাভবান হওয়ার সুযোগ রয়েছে।’

কান তারজিওগলু নিলামের মাধ‌্যমে স্পেকট্রাম বরাদ্দসহ মোবাইল সেবা সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ‌্যোগের প্রশংসা করেন।

প্রতিনিধিদলের অপর সদস‌্যরা হলেন ভিওন গ্রুপের সহপ্রতিষ্ঠাতা আউগি কে ফাবেলা, বাংলালিংকের সিইও এরিক অস, চিফ করপোরেট অ্যান্ড রেগলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান এবং পরিচালক মেহনাজ কবির।

 

 

 

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!