হাতে অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু, দাফনের আগে তলপেটে সেলাই দেখা
বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ২০:১৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২২:১৫
video
চুলার আগুনে পুড়ে যাওয়া মারুফা জাহান মাইশার (৫) ডান হাতের আঙুল গত ৩০ নভেম্বর সকালে ঢাকার রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। এরপর অবস্থা নাজুক জানিয়ে তাকে পাঠানো হয় মিরপুর-১ মাজার রোডের গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে। ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ কুড়িগ্রামে গিয়ে দাফনের জন্য গোসল করানো নারীরা দেখতে পান, মাইশার তলপেটের পুরো অংশ কেটে সেলাই করা।
চুলার আগুনে পুড়ে যাওয়া মারুফা জাহান মাইশার (৫) ডান হাতের আঙুল গত ৩০ নভেম্বর সকালে ঢাকার রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। এরপর অবস্থা নাজুক জানিয়ে তাকে পাঠানো হয় মিরপুর-১ মাজার রোডের গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে। ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ কুড়িগ্রামে গিয়ে দাফনের জন্য গোসল করানো নারীরা দেখতে পান, মাইশার তলপেটের পুরো অংশ কেটে সেলাই করা।