X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চলে শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ, আসবে ঢাকায়ও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৩, ২০:৩৪আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ২০:৩৪

তাপমাত্রা কমতে শুরু করেছে। রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। সকাল নাগাদ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকার তাপমাত্রা নেমে যেতে পারে। সেখানে বইতে শুরু করবে শৈত্যপ্রবাহ। ১৪ ডিসেম্বরের মধ্যে আস্তে আস্তে এই শৈত্যপ্রবাহ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

সোমবার থেকেই কমছে তাপমাত্রা, মঙ্গলবারও এটা অব্যাহত ছিল। দুপুরের পর বেড়ে গেছে শীতের তীব্রতা।

আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে যেতে পারে। বইবে শৈত্যপ্রবাহ। এই তাপমাত্রা আস্তে আস্তে আরও কমে যেতে থাকবে এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়বে। ১৪ ডিসেম্বরের দিকে উত্তরাঞ্চল ছাড়িয়ে ঢাকাসহ কিছু এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করতে পারে। হিমেল হাওয়া দেশের বেশিরভাগ অঞ্চলে বইতে শুরু করবে।

ঘন কুয়াশা পড়ছে সারা দেশে (ছবি: ফোকাস বাংলা)

ঢাকায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন সোমবার ছিল ১৬ দশমিক ৬।  রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫, যা আগের দিন ছিল ১২ দশমিক ৩। রংপুরে আজ ১৫ দশমিক ৩, সোমবার ছিল ১৫ দশমিক ৫। ময়মনসিংহে আজ ১৬ দশমিক ৮, আগের দিন ছিল ১৫ দশমিক ৩। সিলেটে আজ ১৭ দশমিক ৫, একদিন আগে ছিল ১৮। চট্টগ্রামে আজ আছে ১৮ দশমিক ৪, সোমবার ছিল ১৮ দশমিক ২। খুলনায় আজ ১৫ দশমিক ৫,  ছিল ১৫ এবং বরিশালে আজ ১৫, আগের ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি।

আবহাওয়া অধিদফতর জানায়,  উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

শীতের তীব্রতা থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন গ্রামের বাসিন্দারা (ছবি: ফোকাস বাংলা)

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে অধিদফতরে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
১১ অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ, ঢাকায় বেড়েছে ২ ডিগ্রি
সারা দেশে আবারও ৩ দিনের হিট অ্যালার্ট জারি
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
সর্বশেষ খবর
১১ অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ, ঢাকায় বেড়েছে ২ ডিগ্রি
১১ অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ, ঢাকায় বেড়েছে ২ ডিগ্রি
ঢাকা-রাজশাহীর ২ হাসপাতালে দুদকের অভিযান
ঢাকা-রাজশাহীর ২ হাসপাতালে দুদকের অভিযান
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত
ভারতকে ১৪৫ রানে থামালো বাংলাদেশ
ভারতকে ১৪৫ রানে থামালো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে