X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আত্মরক্ষার কৌশল শিখছেন মাগুরার মেয়েরা (ভিডিও)

মাজহারুল হক লিপু, মাগুরা
২২ নভেম্বর ২০২০, ২১:১৫আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৩৭

প্রতিবাদ করে আর কয়দিন! এবার প্রতিরোধ গড়ে তুলতে চায় মাগুরার মেয়েরা। আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণ নিচ্ছে জেলার বিভিন্ন বয়সী প্রায় অর্ধশত মেয়ে। মাগুরা ইনডোর স্টেডিয়ামে চলছে মেয়েদের তিন মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ। 

আত্মরক্ষার কৌশল শিখছেন মাগুরার মেয়েরা (ভিডিও)  অনেকে প্রশিক্ষণ নিতে এসেছেন নিজের ইচ্ছায়। তাদেরই একজন মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঐশ্বর্য্য গাঙ্গুলী। তার কথায়, ‘কারাতে শিক্ষা সব মেয়ের জন্যই প্রয়োজন। অবশ্য শিখতে অনেক কষ্ট হচ্ছে। তবু মনোবল হারাচ্ছি না।’


একই স্কুলের ছাত্রী অনিন্দিতা শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবারের চাওয়া অনুযায়ী কারাতে শিখছি। আমি নিজেও মনে করি, প্রত্যেক মেয়েরই আত্মরক্ষার কৌশল জানা থাকা জরুরি।’
 
সামাজিক সংগঠন ‘পরিবর্তনে আমরাই’ উদ্যোগটি নিয়েছে। সংগঠনটির সভাপতি নাহিদুর রহমান দুর্জয়ের ভাষ্য, ‘মেয়েদের কারাতে প্রশিক্ষণ এখন সময়ের দাবি। এখন তাদের অভিবভাবকরাও এমন কিছু প্রত্যাশা করেন। কারাতে প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদের মনোবল বৃদ্ধি পেতে পারে। সমাজে নারী অধিকার প্রতিষ্ঠা করতে এর বিকল্প নেই।’
আত্মরক্ষার কৌশল শিখছেন মাগুরার মেয়েরা (ভিডিও)  

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির কারণে আত্মরক্ষার প্রস্তুতি থাকা দরকার বলে মনে করেন আয়োজক ও অভিভাবকরা। ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যাপক খান শফিউল্ল্যাহ মেয়েকে কারাতে শেখাতে এনেছেন। তার যুক্তি, ‘প্রত্যেক নারীকেই এখন স্বাবলম্বী হতে হয়। সেক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার বিষয়টি খুবই জরুরি। তাই আত্মরক্ষার কৌশল জানা থাকা প্রয়োজন।’




ব্যাংক কমকর্তা সঞ্জয় শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মেয়ে একদিন কারাতের জন্য পুরস্কার জিতবে, এটা আমার উদ্দেশ্য নয়। যেকোনও ধরনের সহিংসতার বিরুদ্ধে সে যেন প্রতিবাদ করতে পারে, তাই তাকে প্রশিক্ষণ নিতে বলেছি।’

প্রকৌশলী তাসনিম আক্তারের মন্তব্য, ‘একজন নারী হিসেবে মনে হয়েছে আমার মেয়ের এই ধরনের প্রশিক্ষণ খুব প্রয়োজন। কারণ মেয়েরা সমাজে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়। সেজন্য তাদের মনোবল বৃদ্ধি করা প্রয়োজন।’
আত্মরক্ষার কৌশল শিখছেন মাগুরার মেয়েরা (ভিডিও)

মেয়েদের মধ্যে কারাতে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তাই খুলনা থেকে মাগুরায় এসেছেন কারাতে প্রশিক্ষক রফিকুল ইসলাম। যদিও তিনি আক্ষেপ নিয়ে জানালেন, আন্তর্জাতিক খেলাটিতে বাংলাদেশের মেয়েরা পিছিয়ে। তবে তার আশা, ‘কারাতে প্রশিক্ষণের মাধ্যমে এদিকে বাংলাদেশ ভালো ফল করার পাশাপাশি মেয়েদের মনোবল বাড়বে।’


আরেক প্রশিক্ষক ফাতেমা রহমান রিয়া বলেন, ‘দেশব্যাপী ধর্ষণসহ নারীর ওপর সহিংসতার পরিপ্রেক্ষিতে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানোই আমাদের লক্ষ্য। একজন নারী হিসেবে মনে করি, সব মেয়েরই কারাতে প্রশিক্ষণ থাকা দরকার।’

/জেএইচ/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি