X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

একনেকে ১৪৮৮ কোটি টাকা ব্যয়ে ৭ প্রকল্পে অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৬, ১৬:৫২আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৬:৫২

একনেক সভা (ফাইল ফটো) মহিলা কারারক্ষীদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পসহ এক হাজার ৪৮৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে এক হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে বলেন, সাম্প্রতিককালে কারাগারগুলোতে বন্দির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে করে মহিলা ওয়ার্ডারদের আবাসন, পানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন জরুরি। এছাড়া, প্রশিক্ষণের মাধ্যমে কারা অধিদফতরের দক্ষতাও বাড়ানো দরকার। এজন্য কারারক্ষীদের আবাসন সুবিধা সৃষ্টিতে এই প্রকল্প নেওয়া হয়েছে।

তিনি জানান,  প্রকল্পের আওতায় ১৪ জেলায় ১৪টি নতুন ভবন নির্মাণ ও ২৬ জেলায় বিদ্যমান আবাসিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে।

প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ৯৭ লাখ টাকা।  বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই, ২০১৬ থেকে জুন ২০১৯ পর্যন্ত।

অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো- ৩৮৮ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে জামালপুর ও শেরপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ২৯৩ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ঢাকা মহানগরীতে ১১টি মাধ্যমিক এবং ৬টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপন প্রকল্প,  ১৫৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্প, ১২০ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প, ২৪৪ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে মুন্সিগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট জেলায় ৫টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন প্রকল্প এবং ১৯১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনঃনির্মাণ এবং বৃক্ষরোপণ প্রকল্প।

একনেক বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা অংশ নেন।

/এমএসএম/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী