X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি বিটিএমএ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ১৫:৪৪আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৫:৪৪

বিটিএমএ বিদ্যুতের দাম না বাড়াতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তৈরি পোশাক খাতের অন্যতম সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

রবিবার দুপুরে সচিবালয়ে বিটিএমএ’র একটি প্রতিনিধিদল বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে বৈঠক করে। সেসময় মন্ত্রীর কাছে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

এ সময় মন্ত্রণালয়ের সচিব কাদের সরকার, এফবিসিসিআই’র সাবেক সভাপতি সালমান এফ রহমান, বিটিএমএ’র সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, বিকেএমএ’র মতিন চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে তপন চৌধুরী জানান, বস্ত্রখাতের সব মিল চলে ক্যাপটিভ পাওয়ারে। মিলগুলোকে উৎসাহিত করতে শুরু থেকেই আমরা প্রণোদনা পেয়ে আসছি। শুরুতে এ খাতের জন্য প্রতি কিউবিক ঘনমিটার গ্যাসের ট্যারিফ ছিল ২ টাকা ৮২ পয়সা। পরে সেটি করা হয় ৪ টাকা ১৮ পয়সা। এক বছরের ব্যবধানে ২০১৫ সালের সেপ্টেম্বরে করা হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যেই জানতে পেরেছি এ হার আরও বাড়াতে পাওয়ার রেগুলেটরি কমিশন গণশুনানি শুরু করেছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, এ হার করা হবে ১৯ টাকা ২৬ পয়সা। এটি যেন না করা হয়। এ অনুরোধ জানাতেই আমরা মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে এসেছি।

বিটিএমএ’র সভাপতি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিহামলা এবং পার্শ্ববর্তী দেশ ভারত সরকারের বস্ত্রখাতে বিশাল প্রণোদনা ঘোষণা বাংলাদেশের বস্ত্রখাতের জন্য চ্যালেঞ্জ। এই তিন চ্যালেঞ্জকে মোকাবিলা করে আমাদের টিকে থাকা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এরপর যদি ট্যারিফ বাড়ানো হলে আমাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে তা আমরা বলতে পারছি না।

ব্যবসায়ীদের বিভিন্ন দাবির উত্তরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে বস্ত্রখাতের এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও পরামর্শ করা হবে বলে জানান তিনি।

/এসআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!