X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ১০:০০আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪৮

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে হামাস। শনিবার (২৭ এপ্রিল) এই প্রতিক্রিয়া পেয়েছে গোষ্ঠীটি। উত্তর পাঠানোর আগে এটি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে হামাস। একটি বিবৃতিতে গোষ্ঠীটির ডেপুটি প্রধান খলিল আল-হাইয়া এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

হামাস প্রকাশিত ওই বিবৃতিতে খলিল আল-হাইয়া বলেছেন, ‘আজ ১৩ এপ্রিল মিসরীয় এবং কাতারি মধ্যস্থতাকারীদের কাছে উপস্থাপিত প্রস্তাবের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে হামাস।’

তবে বিবৃতিতে ইসরায়েলের প্রতিক্রিয়ায় কী কী বলা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

গাজায় ছয় মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েল-হামাস ‍যুদ্ধ। এরমধ্যে কয়েকবার গাজায় যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়ে কোনও সমাধান ছাড়াই স্থগিত হয়ে যায়। আলোচনায় কোনও পক্ষই নিজেদের অবস্থান থেকে নড়তে নারাজ ছিল।

শুক্রবার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে ইসরায়েল সফর করেছে একটি মিসরীয় প্রতিনিধি দল। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বৈঠকের বিষয়ে জানান, ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতের অবসান ঘটাতে এবং হামাস যোদ্ধাদের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়ে আলোচনার শুরু করার উপায় খুঁজছেন তারা।

এই কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের কাছে নতুন কোনও প্রস্তাব নেই। তবে তারা সীমিত যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করতে আগ্রহী, যেখানে ৪০ জন জিম্মির পরিবর্তে ৩৩ জনকে মুক্তি দেবে হামাস।

গাজায় চলমান এই সংকটের ইতি টানতে হামাসকে জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ১৭টি দেশ। বৃহস্পতিবার এমন আহ্বান জানায় দেশগুলো।

তবে আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার না করার প্রতিশ্রুতি দিয়েছে হামাস। শুক্রবার জারি করা একটি বিবৃতিতে গোষ্ঠীটি সাফ জানিয়েছে, তারা শুধু ‘ফিলিস্তিনিদের চাহিদা এবং অধিকারকে মূল্যায়ন করে এমন যে কোনও ধারণা বা প্রস্তাব নিয়ে আলোচনা করতে উন্মুক্ত।’

 

/এএকে/
সম্পর্কিত
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
সর্বশেষ খবর
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা