X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিরসরাইয়ে বেজা এলাকার উন্নয়নে ১১৬২ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ১৪:৪৩আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৫:৩২

একনেক সভা চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, সড়ক কাম ভেড়ি বাঁধ প্রতিরক্ষা এবং নিষ্কাশন ব্যবস্থা নির্মাণে ১ হাজার ১৬২ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন,‘একনেক সভায় মোট ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।এতে মোট ব্যয় হবে ২ হাজার ৮০৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে যোগান দেওয়া হবে ১ হাজার ৯৩২ কোটি ২৮ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ৮৭২ কোটি ৭২ লাখ টাকা ব্যয় করা হবে।’

একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো—৭১৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে জামালপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং জামালপুর নার্সিং কলেজ স্থাপন প্রকল্প, ১২৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে পিবিআই এর কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং তদন্ত সহায়ক যন্ত্রপাতি ক্রয় প্রকল্প, ৫৮০ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে বিআরটিসির জন্য দ্বিতল, একতলা এসি ও নন-এসি বাস সংগ্রহ প্রকল্প এবং ২১৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে বিআরটির জন্য ট্রাক সংগ্রহ প্রকল্প।

পরিকল্পনামন্ত্রী জানান,‘মিরসরাইয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য প্রাকৃতিক দুর্যোগ ও ঝড়-জলোচ্ছ্বাসের কবল থেকে উপকূলীয় বাঁধের ভাঙনরোধ করে প্রকল্প এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাকে রক্ষা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো এবং অবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান রাখা, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রেখে জনগণের জানমাল, সম্পদ সংরক্ষণ এবং অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়ন করা।’

তিনি আরও জানান, ‘এ প্রকল্পের আওতায় ১৭ দশমিক ৮৭২ কিলোমিটার উপকূলীয় বাঁধ নির্মাণ, ১৭ দশমিক ৮৭২ কিলোমিটার বাঁধের ঢাল সংরক্ষণ, ১৮ দশমিক ৪৮৮ কিলোমিটার মোটরাবল পেভমেন্ট নির্মাণ, ৩০ কিলোমিটার পুনর্খনন, ৯টি স্লুইস গেট নির্মাণ এবং ৬১৬ মিটার ক্লোজার নির্মাণ করা হবে।’

বিআরটিসির জন্য বাস ও ট্রাক কেনার দুটি প্রকল্পের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিআরটিসির যেসব বাস ও ট্রাক নষ্ট হয়ে গেছে, সেগুলো দ্রুত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।এজন্য একটি কমিটি গঠন ও বাংলাদেশ ডাক বিভাগের জন্য কাভার্ড ভ্যান হিসেবে কয়েকটি ট্রাক আমদানি করারও নির্দেশ দিয়েছেন তিনি।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘জন কেরির সফর ‘সফল’ হয়েছে। সফরকালে বাংলাদেশ ও বঙ্গবন্ধু বিষয়ে জন কেরির আন্তরিক আগ্রহ সবার মন ছুঁয়ে গেছে। এ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ