X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরির বাকি টাকা উদ্ধারে ফিলিপাইন যাচ্ছে প্রতিনিধি দল

গোলাম মওলা
২৩ নভেম্বর ২০১৬, ০১:৫৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ০১:৫৭

 

 

বাংলাদেশ ব্যাংক ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের ১ কোটি ৫২ লাখ ডলার ইতোমধ্যে ফেরত পেয়েছে বাংলাদেশ। বাকি ৬ কোটি ৫৮ লাখ ডলার ফেরত পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউসহ সংশ্লিষ্ট বিভাগ। বাকি টাকা উদ্ধারের জন্য আগামী ২৬ নভেম্বর ফিলিপাইন যাচ্ছে আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ-এর মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৯ মাসেরও কম সময়ের মধ্যে রিজার্ভ চুরির ১ কোটি ৫২ লাখ ডলার ফেরত আনা সম্ভব হয়েছে। আশা করি, বাকি ৬ কোটি ৫৮ লাখ ডলারও ফেরত আনা সম্ভব হবে।’ তিনি বলেন, ‘টাকা ফেরত আনতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। চলতি মাসেই উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ফিলিপাইনে যাবে। ইতোমধ্যে সেখানে বাকি টাকা ফেরত পাওয়ার বিষয়ে কাজ চলছে। এজন্য কোর্টের বাইরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

জানা গেছে,  আগামী ২৬ নভেম্বর আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল  ফিলিপাইন যাবে। ২৮ নভেম্বর থেকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত প্রতিনিধি দলের সদস্যরা ফিলিপাইন থাকবেন। তারা  ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ছাড়াও দেশটির আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, সিনেটের চেয়ারম্যান ও গভর্নরের সঙ্গে  বৈঠক করবেন।

আইনমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান। এছাড়া, এই দলে যুক্ত হবেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ‘ফিলিপাইনের বিভিন্ন অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ফ্রিজ করা আছে। যা প্রায় ৪ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে ফ্রিজ করা আছে ২ কোটি ৯০ লাখ ডলারের কিছু বেশি। এছাড়া চুরির অর্থ ভাঙিয়ে দেওয়ার অপরাধে লাইসেন্স বাতিল হওয়া মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান ফিলরেমের কাছে রয়েছে আরও এক কোটি ৭০ লাখ ডলার। ক্যাসিনো ব্যবসায়ী কিম অংয়ের কাছে আরও ৬০ লাখ ডলার রয়েছে। এই টাকা ফেরত পেতে আইনি প্রক্রিয়া চলছে। এসব বিষয়ে আলোচনার জন্য দেশটির দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে একটি উচ্চ পর্যায়ের দল ম্যানিলা সফর করবে।’

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার পাঠানো হয়েছিল ফিলিপাইনে। ওই অর্থের দেড় কোটি (১৫ মিলিয়ন) ডলার ফেরত দিয়েছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক।

সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে নিউইয়র্ক ফেড থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টা হয়েছিল। একটি মেসেজের মাধ্যমে শ্রীলঙ্কার একটি ‘ভুয়া’ এনজিওর নামে ২০ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হলেও বানান ভুলের কারণে সন্দেহ হওয়ায় শেষ মুহূর্তে তা আটকে যায়। অন্যদিকে চারটি মেসেজের মাধ্যমে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকে (আরসিবিসি) সরিয়ে নেওয়া হয় ৮১ মিলিয়ন ডলার। এর একটি বড় অংশ ফিলিপাইনের জুয়ার আসরে চলে যায়।

বিশ্বজুড়ে তোলপাড় করা এই ঘটনাটি তদন্তের উদ্যোগ নেয় ফিলিপাইনের সিনেট কমিটি। সে দেশের আদালতেও গড়ায় বিষয়টি। সে দেশের আদালতের রায় অনুযায়ী, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে রাখা পেসো ও ডলার ফেরতের প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউর মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ ও যুগ্ম-পরিচালক মোহাম্মদ আবদুর রব গত ৭ নভেম্বর ফিলিপাইন যান।

এরপর ৯ নভেম্বর দেশটির কেন্দ্রীয় ব্যাংক, এফআইইউ, ডিপার্টমেন্ট অব জাস্টিস ও রিজিওনাল কোর্টের শেরিফের সঙ্গে ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জন গোমেজ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সভা করেন। ওই সভায় অর্থ হস্তান্তরের বিষয় চূড়ান্ত আলোচনার পর ১৫ নভেম্বর মঙ্গলবার ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার  বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা হয়।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী