X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রিজার্ভের অর্থ উদ্ধারে মামলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ০৪:০৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ০৪:০৫

গভর্নর ফজলে কবির চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করার কোনও সিদ্ধান্ত এখনও গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। রবিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত বার্ষিক ব্যাংকিং সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফজলে কবির বলেন, ‘দেশের ব্যাংকখাত নানা চ্যালেঞ্জের মাধ্যমে ২০১৬ সাল পার করতে যাচ্ছে। এর মধ্যে ছিল বৈশ্বিক মন্দা, আর্থিক অনিয়ম ও অভ্যন্তরীণ বিভিন্ন সংকট। এসব কারণে ব্যাংকের প্রতি সাধারণ মানুষের খারাপ ধারণা সৃষ্টি হয়েছে। এর মধ্যেও ব্যাংক ও আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে।’
চুরি যাওয়া রিজার্ভ উদ্ধারের বিষয়ে কোনও মামলা করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘মামলা করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে যা করার ভেবে-চিন্তে করা হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ইয়াসিন আলী বলেন, ‘ইচ্ছাকৃতভাবে যারা ঋণ খেলাপি হয়েছে, তাদের দমন করতে না পারলে পুরো ব্যাংকিং খাত শেষ হয়ে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশে যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের তালিকা প্রকাশ করতে হবে।’

বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিআইবিএমের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন ও অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন ও অধ্যাপক ড. সারওয়ার উদ্দিন আহমেদ এবং বিআইবিএমের পরিচালক ও অধ্যাপক ড. প্রশান্ত কুমার ব্যানার্জি প্রমুখ।

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!