X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১০, সিএসইতে কমেছে ৩২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১৫:৫৯আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৫:৫৯

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ১০ দশমিক ০৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৩২ দশমিক ৮৪ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১১০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৩৭১ কোটি ৪৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪০ কোটি ৮৮ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ২৯০ কোটি ৩৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৪৯ কোটি ৫০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক - দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০১ পয়েন্টে এবং ০ দশমিক ৪৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৭৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৫৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, সিটি ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, সিএনএ টেক্সটাইল, আরএসআরএম স্টিল, বেক্সফার্মা, ওয়ান ব্যাংক এবং জিপিএইচ ইস্পাত।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৯ কোটি ২২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৮১ কোটি ৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১১ কোটি ৮৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩২ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১০ হাজার ৭৫৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫০ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৭৫৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৫৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৩১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইস্টার্ন ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, জেনারেশন নেক্সট, ইটিএল,  এবি ব্যাংক, বেক্সফার্মা, ইসলামী ব্যাংক এবং সিএনএ টেক্সটাইল।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী