X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ২০:৪১আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ২০:৪১

রাজনৈতিকভাবে নির্মোহ মূল্যায়নের জন্য তৎপরতা শুরু করেছে হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আগামীকাল শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় অবস্থানকারী কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্যদের সভা আহ্বান করেছেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

দলীয় সূত্র জানায়, জাসদের ষষ্ঠ জাতীয় কমিটির সভায় ঘোষিত ১ মার্চ ২০২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ‘সাংগঠনিক বর্ষ’ সফল করতে সাংগঠনিক পরিকল্পনা প্রণয়ন, মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা-ইউনিয়ন-মহানগর-পৌর শাখার সম্মেলন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থীদের বিষয়ে আলোচনা করা হবে।

জাসদের একাধিক নেতা জানান, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোটগত সাম্প্রদায়িক ভাবধারার সরকার গঠনের পর একধরনের রাজনৈতিক বাস্তবতা ও বাধ্যবাধকতা তৈরি হয়েছিল। এর বিপরীতে গত ২২ বছর দার্শনিক, আদর্শিক ও রাজনৈতিকভাবে একধরনের ধারাবাহিকতা রক্ষা করে আসছে জাসদ।

এ প্রসঙ্গে দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ধারাবাহিকতা রক্ষার কাজটিকে আমরা মনে করি জাতীয় রাজনৈতিক কর্তব্য পালন। এ কর্তব্য পালনের ফলে দেশের ও দলের জন্য জাসদ কী অবদান রেখেছে ও অর্জন করছে, তার একটা নির্মোহ মূল্যায়ন করা দরকার। দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্ককে নির্বাচনমুখী, নির্বাচন উপযোগী হিসেবে গড়ে তোলা; মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সমাজতন্ত্রের আদর্শিক সংগঠন গড়ে তোলা, আর মাঠপর্যায়ে কাজ করা দলের নেতা-কর্মীদের কাছ থেকে এসব বিষয়ে তাদের অভিমত শোনা। এসব কিছুর ভেতরে রাজনীতি আছে, রাজনীতি বাদ দিয়ে কিছু হচ্ছে না।’

সাজ্জাদ হোসেন আরও বলেন, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার সম্পাদকমণ্ডলীর সভায় ঢাকায় অবস্থানকারী জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহসম্পাদকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

সূত্র জানায়, জাসদের ৭৮টি সাংগঠনিক জেলা কমিটি আছে। এর মধ্যে সক্রিয় সংখ্যা ৬০-এর মতো (মহানগর কমিটিসহ)।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
‘দেশের মানুষের ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছে, তা নামাতে হবে’
সর্বশেষ খবর
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা