X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নতুন ভ্যাট আইনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে না: এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৭, ১৯:২৭আপডেট : ০৫ মে ২০১৭, ১৯:২৯

এনবিআর নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৪ মে) এক বিবৃতিতে এনবিআর জানিয়েছে, বর্তমানে যেসব ক্ষেত্রে হ্রাসকৃত মূল্য বা ট্যারিফ মূল্য রয়েছে, নতুন ভ্যাট ব্যবস্থায় সেসব ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করে উপকরণ কর রেয়াত গ্রহণ করা হলে ওই স্তরে ভ্যাটের প্রকৃত পরিমাণ ২ বা ৩ শতাংশের বেশি হবে না। ফলে নতুন ভ্যাট আইনে মূল্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা নেই।
এনবিআরের বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন কারণে পণ্যের দাম বাড়ে। মফস্বল থেকে শাক-সবজি ঢাকায় পৌঁছাতে না পৌঁছাতেই এর দাম দুই থেকে তিন গুণ বেড়ে যায়। এই প্রক্রিয়ায় ভ্যাটের কোনও প্রভাব নেই। পর্যালোচনায় দেখা গেছে, সঠিকভাবে হিসাবপত্র রেখে উপকরণ কর রেয়াত নিলে অনেক ক্ষেত্রে দাম কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই প্রক্রিয়া অনুসরণ করে কর রেয়াত নিয়ে ১৫ শতাংশ হারে ভ্যাট দিলে কিছু ক্ষেত্রে দাম বাড়তে পারে, কিছু ক্ষেত্রে দাম অপরিবর্তিত থাকবে, কিছু ক্ষেত্রে তা কমতেও পারে। যেসব ক্ষেত্রে বেশি উপকরণ কর রেয়াত পাওয়া যাবে, সেসব ক্ষেত্রে পণ্যের দাম কমবে।’
বিবৃতিতে রাজস্ব বোর্ড আরও উল্লেখ করেছে, বিভিন্ন মহলে প্রচার করা হচ্ছে, অনেক প্রতিষ্ঠান হিসাবপত্র রেখে রেয়াত নিতে সক্ষম নয়। কিন্তু সব প্রতিষ্ঠানই মুনাফার জন্য ব্যবসা পরিচালনা করে এবং প্রতিটি প্রতিষ্ঠানকেই আয়-ব্যয়ের হিসাব রাখতে হয়। ভ্যাট ব্যবস্থাতেও হিসাবপত্র রাখা সহজ। এই হিসাব রাখা সফটওয়্যারের মাধ্যমে আরও সহজ। তাছাড়া, নতুন ভ্যাট আইনে বার্ষিক ৩০ লাখ টাকা বিক্রি করা প্রতিষ্ঠানকে ভ্যাটমুক্ত রাখা হয়েছে বলে ছোট ছোট প্রতিষ্ঠানকে ভ্যাটের সব হিসাব রাখতে হবে না।’
এনবিআর বলছে, বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে ভ্যাট ব্যবস্থা চালু আছে। এর মধ্যে যুক্তরাজ্য ভ্যাটের হার ২০ শতাংশ, সুইডেনে ২৫ শতাংশ, স্পেনে ২১ শতাংশ, পর্তুগালে ২৩ শতাংশ, পোল্যান্ডে ২৩ শতাংশ, নরওয়েতে ২৫ শতাংশ ও নিউজিল্যান্ডে ১৫ শতাংশ।
এনবিআর আরও বলছে, বিশ্বব্যাপী ভ্যাটের গড় হার ১৬.৫ শতাংশ। বর্তমানে আমাদের দেশে প্রায় ৩০-৪০ শতাংশ ভ্যাট ফাঁকি হয়ে যায়। সব ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় এনে সন্তোষজনক পরিমাণ ভ্যাট সংগ্রহ করা গেলেই ভ্যাটের হার নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করা যাবে। এজন্য প্রয়োজন সংস্কার, অটোমেশন এবং পরিপালন নিশ্চিতকরণ। সাপ্লাই চেইনের সব স্তরে ভ্যাট প্রয়োগকে সময়ের দাবি বলেও উল্লেখ করা হয় এনবিআরের বিবৃতিতে।

আরও পড়ুন-

তথ্য নিরাপত্তা ঝুঁকিতে ৫২ শতাংশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ও ২ বেসরকারি প্রতিষ্ঠান পেলো গ্লোবাল ইনক্লুসন অ্যাওয়ার্ড

/জিএম/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়