X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরির ৬৬.৩৭ মিলিয়ন ডলার পাওয়া যায়নি: সংসদে অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৭, ১২:৪৮আপডেট : ২০ জুন ২০১৭, ১২:৪৮

সংসদে অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ৬৬ দশমিক ৩৭ মিলিয়ন ডলার এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘চুরি হওয়া রিজার্ভের অর্থ উদ্ধারে ফিলিপাইনে আইনি উদ্যোগ চলমান রয়েছে।’

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মুহিত জানান, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। ওই মামলার তদন্ত কাজ চলমান রয়েছে। সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিলের কোনও সময়সীমা বেধে দেওয়া হয়নি। এ মামলার তদন্ত প্রতিবেদন এখনও দাখিল হয়নি।’

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ‘বর্তমানে দেশে ব্যক্তি পর্যায়ে আয়কর আয়কর দাতার সংখ্যা ১৫ লাখ ১৩ হাজার ২৫৩ জন। ২০১৬-১৭ অর্থ বছরের মে মাস পর্যন্ত রাজস্ব আয় হয়েছে দুই হাজার ৬৭ কোটি টাকা।’

মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল লতিফের প্রশ্নে জবাবে আবুল মাল আবদুল মুহিত জানান, ‘বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের ৫ হাজার ১৩৪টি শাখার মধ্যে ৯৫২টি শাখা লোকসানি।’

মন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংকের এক হাজার ২০৮টি শাখার মধ্যে লোকসানি ৩৩৩টি, জনতা ব্যাংকের ৯০৭টি শাখার মধ্যে লোকসানি ৬৯টি,  অগ্রণী ব্যাংকের ৯৩৫টি শাখার মধ্যে লোকসানি ৭৮টি,  রূপালী ব্যাংকের ৫৬৪টি শাখার মধ্যে লোকসানি ১১০টি,  বেসিক ব্যাংকের ৬৮টি শাখার মধ্যে লোকসানি ৩১টি, বিডিবিএল’র ৪২টি শাখার মধ্যে লোকসানি ২৭টি,  কৃষি ব্যাংকের এক হাজার ৩১টি শাখার মধ্যে লোকসানি ১৬৮টি এবং রাজশাহী কৃষি উন্নয়ন   ব্যাংকের ৩৭৯টি শাখার মধ্যে লোকসানি ১৩৬টি।

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ‘২০০৯-১০ অর্থ বছর থেকে চলতি ২০১৬-১৭ অর্থ বছরের এপ্রিল পর্যন্ত মোটরযান আমদানি খাতে ৪৪ হাজার ৪৪৯ কোটি ২৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে্।’

সরকার দলের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘২০১৭-১৮ অর্থ-বছরে ব্যাংকিং হিসাবের ক্ষেত্রে এক লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফ করা হয়েছে। যা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। তাই আবগারি শুল্কের প্রভাব কোমলমতি শিশুদের স্কুল ব্যাংকিং কার্যক্রমের ওপর পড়বে না।’

/ইএইচএস/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা