X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৪

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের অন্যতম বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে পরিচালক পদে অংশগ্রহণ করছেন রেইজ আইটি সলিউশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেএএম রাশেদুল মাজিদ। ‘ব্যক্তির উপরে দল, দলের উপরে বেসিস’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে ‘ওয়ান টিমে’র সদস্য হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

দীর্ঘদিন ধরে নিজের ব্যবসার পাশাপাশি বেসিস এবং বিভিন্ন ওয়েব সম্পর্কিত কার্যক্রমের সামাজিক সেবামূলক কাজ করছেন কেএএম রাশেদুল মাজিদ।

রাশেদুল মাজিদ বলেন, ‘আমি আমার দীর্ঘ ডিজিটাল মার্কেটিং এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবাপণ্য বানানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সব সদস্যকে সঙ্গে নিয়ে তাদের তৈরি তথ্যপ্রযুক্তিপণ্য এবং সেবাগুলোকে সঠিক ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে মার্কেটিং, ফাইন্যান্সিং এবং মেন্টরিংয়ের মাধ্যমে বিশ্বের কাছে উপস্থাপন করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই তথ্যপ্রযুক্তিপণ্য বা সেবাগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো। এ ব্যাপারে আমি বেসিসের সব সদস্যের কাছে সহযোগিতা, নৈতিক সমর্থন ও ভোট প্রার্থনা করছি।’

রাশেদুল মাজিদ বেসিসের ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির কো-চেয়্যারম্যান হিসেবে দীর্ঘ ছয় বছর ডিজিটাল মার্কেটিং পলিসি ডেভেলপমেন্ট এবং ব্যবসা সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করেছেন। এ ছাড়াও তিনি বেসিসের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম, সেমিনার, ওয়ার্কশপ আয়োজনের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য রাশেদুল মাজিদকে গ্লোবাল ইকোনমিক, ইউকে থেকে ‘বেস্ট লিডার ইন ডিজিটাল অ্যাডভার্টাইজিং টেকনোলজি’ পুরস্কারে ভূষিত করা হয়। ‘বেসিস অ্যাওয়ার্ড’ এবং আন্তর্জাতিক স্বীকৃত এশিয়ার অস্কারখ্যাত ‘অ্যাপিকটা মেরিট অ্যাওয়ার্ড’ও অর্জন করেন এই আইটি উদ্যোক্তা।

নির্বাচনে ‘ওয়ান টিমে’র অন্য সদস্যরা হলেন– জেনারেল ক্যাটাগরি থেকে রাসেল টি আহমেদ, এম রাশিদুল হাসান, উত্তম কুমার পল, একেএম আহমেদুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফুর রহমান, দিদারুল আলম। এ ছাড়া অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে অংশগ্রহণ করছেন– সৈয়দ আব্দুল্লাহ জায়েদ, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে আছেন বিপ্লব জি রাহুল এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে করছেন সৈয়দ মোহাম্মদ কামাল।

তফসিল অনুযায়ী, ২০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বেসিস নির্বাচনের ভোটগ্রহণ চলবে। সেদিনই নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার এক হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে সাধারণ ৯৩২, সহযোগী ৩৮৯, অ্যাফিলিয়েট ১৩৪ এবং আন্তর্জাতিক সদস্য ভোটার ৯ জন। বেসিসের মোট সদস্য সংখ্যা দুই হাজার ৪০১ জন।

 

/সিএ/এমএএ/
সম্পর্কিত
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
এআই স্মার্টফোন আনলো টেকনো
ল্যাটিটিউড সিরিজের নতুন ল্যাপটপ আনলো ডেল
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে