X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৩০ ও সিএসইতে বেড়েছে ৫৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ১৫:৪৮আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৫:৪৮

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩০ দশমিক ০০ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। রবিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৮২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮২৬ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৩০ কোটি ২২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৮২ কোটি ১০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮৪ কোটি ১২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩০৮ পয়েন্টে এবং ৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১৪৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফরচুনা সু, বিবিএস কেবল, লংকা-বাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, এসিআই লিমিটেড, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫২ কোটি ৬২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯০ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৫১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১০৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইডিএলসি, বিবিএস কেবল, আরএসআরএম লিমিটেড, ফরচুনা সু, বিবিএস কেবল, লংকা-বাংলা ফাইন্যান্স, আইএফআইসি, এবি ব্যাংক, বিএসআরএম লিমিটেড এবং ফুওয়াং ফুড।

/এসএনএইচ/
সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী