X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রীয় চার ব্যাংককে খেলাপি ঋণ কমানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৭, ২১:২১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৯

 

চার রাষ্ট্রীয় ব্যাংক রাষ্ট্রীয় চার ব্যাংককে খেলাপি ঋণ কমানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সরকার মালিকানার সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই নির্দেশ দেন।
রাষ্ট্রীয় চার ব্যাংকের জুনভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত সমঝোতা স্মারক বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।  ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, এসএম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে ব্যাংকগুলোর সার্বিক সূচকের উন্নয়নে ও খেলাপি ঋণ কমানোর লক্ষ্যে আদায় জোরদার এবং গুণগত মানের ঋণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রসঙ্গত, ঋণ খেলাপিদের থেকে আশানুরূপ হারে আদায় না হওয়ায় ব্যাংকগুলোর খেলাপি ঋণ বাড়ছেই। এই চার বাণিজ্যিক ব্যাংকের শুধু শীর্ষ-২০ খেলাপির কাছে আটকে আছে ৯ হাজার ১০৩ কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের প্রায় ৩৪ শতাংশ।

বৈঠকে উত্থাপিত তথ্য অনুযায়ী, গত জুনে মালিকানার চার বাণিজ্যিক ব্যাংকের এক লাখ ১২ হাজার ৪১৮ কোটি টাকা ঋণের বিপরীতে খেলাপি ছিল ২৬ হাজার ৪২৬ কোটি টাকা, যা মোট ঋণের ২৩ দশমিক ৫১ শতাংশ। এক বছর আগে ব্যাংকগুলোর এক লাখ ২ হাজার ৫৫৫ কোটি টাকা ঋণের বিপরীতে ২৩ হাজার ৫৬৬ কোটি টাকা বা ২২ দশমিক ৯৮ শতাংশ ছিল খেলাপি। জুনে সোনালী ব্যাংকের ১১ হাজার ৪২১ কোটি টাকা বা ৩৪ দশমিক ৫০ শতাংশ খেলাপি। জনতার ৩৮ হাজার ১০৪ কোটি টাকা ঋণের বিপরীতে ৫ হাজার ৩৪১ কোটি টাকা, অগ্রণীর ২৪ হাজার ৫৩৩ কোটি টাকা ঋণের বিপরীতে ৪ হাজার ৯০৪ কোটি এবং রূপালী ব্যাংকের ২৮ দশমিক ৫০ শতাংশ বা চার হাজার ৭৬০ কোটি টাকা ঋণ খেলাপি।

চার ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে বছরের পর বছর ধরে বিপুল অংকের মূলধন যোগান দিয়ে আসছে সরকার। গত চার অর্থবছরে এসব ব্যাংকের ৫ হাজার ২১০ কোটি টাকার মূলধন যোগান দেওয়া হয়েছে। এরপরও ব্যাংকগুলোর মধ্যে সোনালীর ২ হাজার ৬১৯ কোটি টাকার মূলধন ঘাটতি দেখা দিয়েছে। রূপালী ব্যাংকের ঘাটতি রয়েছে ৭৪১ কোটি টাকা। অবশ্য জনতা ব্যাংকের ১৭ কোটি টাকা এবং অগ্রণীর ১৯৫ কোটি টাকার মূলধন উদ্বৃত্ত রয়েছে।

 আরও পড়ুন: 

চাল আমদানি ও শুল্ক কমানোর সিদ্ধান্ত সাময়িক: বাণিজ্যমন্ত্রী

/জিএম/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
লর্ডসে শুরু, লর্ডসেই শেষ অ্যান্ডারসনের
লর্ডসে শুরু, লর্ডসেই শেষ অ্যান্ডারসনের
আফগানিস্তানে বন্যায় মৃত্যু তিন শতাধিক
আফগানিস্তানে বন্যায় মৃত্যু তিন শতাধিক
ডিসি সাহেবের বলীখেলায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ডিসি সাহেবের বলীখেলায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত