X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৩৩, সিএসইতে বেড়েছে ৪৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ১৫:৪৮আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৫:৪৮

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৩ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৪৯ দশমিক ৫৫ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৬৩ কোটি ৯৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৮২ কোটি ৮৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৩৬ কোটি ৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৭৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে এক হাজার ৩২৩ পয়েন্টে এবং ৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১১০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস ক্যাবল, ইফাদ অটোমোবাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, আমার নেটওয়ার্ক, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, গ্রামীণ ফোন, রংপুর ফাউন্ড্রি এবং আইডিএলসি। 
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৩ কোটি ২৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১২৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৯৪ কোটি ৬২ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৯ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৩৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮২ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৯৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৫৬ পয়েন্ট করে ১৬ হাজার ৫০৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৭৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- উত্তরা ব্যাংক, বিবিএস ক্যাবল, আমার নেটওয়ার্ক, ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, গ্রামীণ ফোন, ওয়ান ব্যাংক, এসসিসি ব্যাংক এবং সিটি ব্যাংক।
আরও পড়ুন:
সিটিং সার্ভিস বন্ধে কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা: ওবায়দুল কাদের

/এসএনএইচ/
সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত