X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শুরু হলো ‘অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো ২০১৭’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৭, ১৯:০৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৯:১৮

‘অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো ২০১৭’-এর উদ্বোধন করছেন বাণিজ্যমন্ত্রী কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কৃষিবিষয়ক প্রতিষ্ঠানের সম্পর্ক দৃঢ় করতে কৃষি খাতের ক্যারিয়ার মেলা ‘অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো ২০১৭’ আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘কৃষিতে আমরা অনেক এগিয়েছি এবং খাদ্যেও আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। এ অবস্থায় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সঙ্গে এই খাতের প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক দৃঢ় হওয়া জরুরি। এই মেলার মাধ্যমে সেটা অনেকটা সম্ভব হবে।’
বুধবার (২৯ নভেম্বর) ‘অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো ২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কৃষিবিদ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মেদ প্রমুখ।
আয়োজকরা জানান, কেবল কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের শুরু হয়েছে এই অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো ২০১৭। দুই দিনব্যাপী এই এক্সপো যৌথভাবে আয়োজন করেছে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) ও অ্যাগ্রি-বিজনেস ফর ট্রেড কম্পিটিটিভনেস প্রজেক্ট (এটিসি-পি) ক্যাটালিস্ট। বুধবার সকালে ফার্মগেটের কেআইবি কমপ্লেক্সে এই এক্সপো উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতোকোত্তর পর্যায়ের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী এ এক্সপোতে অংশ নিতে নিবন্ধন করেছে এবং এক্সপোর প্রথম দিন অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল দেড় হাজারেরও বেশি।
সংশ্লিষ্ট খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও সংস্থার বিশেষজ্ঞ ও পেশাদারদের প্রশিক্ষণ সেশন ও চাকরি মেলার আয়োজন থাকবে দুই দিনব্যাপী এ এক্সপোতে। ক্যারিয়ার মেলায় কৃষি খাতসহ অন্যান্য ব্যবসায়িক খাতের শতাধিক প্রতিষ্ঠান স্টল নিয়েছে। এর আগে এই এক্সপো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করতে সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপোর দ্বিতীয় ও শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আরও পড়ুন-
পাট সরবরাহকারীদের পাওনা পরিশোধ ১৬ ডিসেম্বরের মধ্যে: মির্জা আজম

/এসআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী