X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১১, সিএসইতে বেড়েছে ২৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৮, ১৫:২২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:২২

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১১ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ২৪ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৮৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৫২৪ কোটি ৩৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৬২ কোটি ৭১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫০২ কোটি ৪২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০ কোটি ২৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৩৩ পয়েন্টে এবং ১৬ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৪৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, বেক্সফার্মা, গ্রামীণ ফোন, ইফাদ অটোমোবাইল, ড্রাগন সোয়েটার, প্যারামাউন্ট টেক্সটাইল, মুন্নু সিরামিকস, বিবিএস ক্যাবল, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২১ কোটি ৪১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫৫ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৪ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৬৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৮ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৫৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৫০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৪০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১১৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজালাল ইসলামী ব্যাংক, ড্রাগন সোয়েটার, গ্রামীণ ফোন, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, বিবিএস ক্যাবল, আরএসআরএম স্টিল, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সফার্মা এবং ইফাদ অটোমোবাইল।
আরও পড়ুন:
সত্যি কি ব্যাংক খাতে তারল্য সংকটের পদধ্বনি


/এসএনএইচ/
সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!