X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিল্প খাতে কারিগরি দক্ষতা বাড়াতে অব্যাহত থাকবে ইইউ’র সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ১৯:০৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৯:১০

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে আলোচনায় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে টিরিংক (ছবি: পিআইডি) আঞ্চলিক অঙ্গীভূতকরণ কর্মসূচির আওতায় বাংলাদেশের শিল্প খাতে কারিগরি দক্ষতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা অব্যাহত থাকবে। এ আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে টিরিংক। বুধবার (২৪ জানুয়ারি) শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে আলোচনায় তিনি এমন প্রতিশ্রুতি দেন। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রাধান্য পায় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়।

আলোচনায় স্থান পাওয়া অন্য বিষয়গুলো হলো— বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়ন, শ্রম আইন, বিসিকের আওতায় বাস্তবায়নাধীন প্রিজম প্রকল্প ও শিল্প খাতের গুণগত মান অবকাঠামো উন্নয়ন।

বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, ‘গার্মেন্টস দুর্ঘটনার পর শ্রম আইন সংশোধন করে যুগোপযোগী করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গাইডলাইন অনুযায়ী শ্রম আইনকে বিশ্বমানে উন্নীত করা হয়েছে।’

শ্রম আইনের আধুনিকায়ন শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও এসএমই খাতের উন্নয়নে সহায়তার আশ্বাস দেন ইইউ রাষ্ট্রদূত। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের প্রশংসা করেন তিনি। তার কথায়, ‘মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হতে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।’

শিল্প খাতে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে ইইউ’র কারিগরি সহায়তা চান শিল্পমন্ত্রী। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পুরনো কারখানাগুলোর আধুনিকায়নে যৌথ বিনিয়োগ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেন তিনি। এ সময় আরও ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক ও বেগম পরাগ।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ