X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব বিপিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৬

জ্বালানি তেল (ছবি: সংগৃহীত) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় তিন মাসে ৫০০ কোটি টাক লোকসান করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ কারণে আবারো জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, গতবছরের নভেম্বর থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত—তিন মাসে বিপিসি প্রায় ৫০০ কোটি টাকা লোকসান দিয়েছে। প্রতিদিন ১০ কোটি টাকা লোকসান গুনছে প্রতিষ্ঠানটি। এজন্য সম্প্রতি জ্বালানি বিভাগে তারা তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয়।
বর্তমানে ডিজেল ও কেরোসিন ৬৫ টাকা এবং পেট্রোল ও অকটেন যথাক্রমে ৮৬ ও ৮৯ টাকায় বিক্রি হচ্ছে। বিপিসি কেরোসিনের দাম লিটার প্রতি ১১ টাকা, ডিজেলে ৭টাকা এবং ফার্নেস অয়েলে ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে।
বিপিসি জানায়, এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় কেরোসিনে ১১ টাকা, ডিজেলে সাড়ে পাঁচ টাকা এবং ফার্নেস অয়েলে ১০ টাকা লোকসান করছে। চিঠিতে বলা হয়, সীমান্তের ওপারে বাংলাদেশি মুদ্রায় ৮৬ টাকা লিটারে ডিজেল বিক্রি হচ্ছে যা বিপিসির দরের তুলনায় ২৩ টাকা বেশি। এতে করে দেশ থেকে ডিজেল পাচার হচ্ছে বলে দাবি করছে বিপিসি।এ অবস্থায় দাম বাড়ানো জরুরি বলে তারা মনে করছে। গত ৭ ফেব্রুয়ারি জ্বালানি বিভাগে বিপিসি এই চিঠি দেয়। বিপিসি বলছে, তারা গত বছরের জুনে আন্তর্জাতিক বাজার থেকে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ৪৭ ডলারে কিনেছিল, তা বেড়ে বর্তমানে ৭১ ডলার হয়েছে।
বিপিসির পরিচালক (মার্কেটিং) মীর আলী রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিপিসি দীর্ঘদিন লোকসানে ছিল। এরপর আন্তর্জাতিক বাজারে দাম কমলে বিপিসি কিছুটা লাভ করছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠা-নামা করে। এটি কখনোই স্থির থাকে না। এ অব্স্থায় আবারও লোকসানে পড়েছে বিপিসি।’ তিনি বলেন, ‘আমরা সরকারকে একটি ফর্মুলার কথা বলেছি, যেভাবে ভারতে তেলের দাম নির্ধারণ হয়। এতে করে তেলের মূল্য সমন্বয় হতে পারে। তেলের মূল্য সমন্বয় নিয়ে এতে জটিলতা তৈরি হবে না। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গে বিপিসিরও লোকসানের কোনও কারণ ঘটবে না। প্রতিদিন ১০ কোটি টাকা লোকসান গুনছে প্রতিষ্ঠানটি। তেলের দাম বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’ এখন মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে বলেও তিনি মন্তব্য করেন।

 

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা