X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বকেয়া ব্যাংক ঋণ সাড়ে ১০ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৩

বাংলাদেশ ব্যাংক গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে শীর্ষ ২৫ ঋণ-খেলাপির কাছে বকেয়া ঋণের পরিমাণ ১০ হাজার ৬৩৫ কোটি টাকা। এরমধ্যে ৯ হাজার ৬৬৯ কোটি টাকা খেলাপি ঋণ। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। দশম জাতীয় সংসদের এটি ছিল এই কমিটির ২৩তম বৈঠক।

কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য নাজমুল হাসান, মোস্তাফিজুর রহমান, ফরহাদ হোসেন ও আখতার জাহান অংশ নেন।

বৈঠকে বিগত ২২তম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণের পাশাপাশি পঁচিশটি শীর্ষ ঋণখেলাপির তালিকা, খেলাপি ঋণ আদায়ে করণীয় এবং সুষ্ঠু ও কার্যকর শেয়ার বাজার গড়ে তোলার লক্ষ্যে গৃহীত ব্যবস্থার অগ্রগতিসহ বিদ্যমান সমস্যাগুলো থেকে উত্তরণ কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।পাশাপাশি খেলাপী ঋণ আদায়ে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করার উপায়, ঋণখেলাপি বন্ধে প্রয়োজনীয় আইনি সংস্কার ও উচ্চ আদালতের করণয় নিয়ে পর্যালোচনা করা হয়।

এছাড়া খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যে বাস্তবভিত্তিক একটি রিপোর্ট দেওয়ার জন্যও কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।

সুষ্ঠু শেয়ার বাজার গড়ে তোলার লক্ষ্যে আধুনিক সার্ভেইলেন্স সিস্টেম সংযোজন এবং সুপারভিশন ও মনিটরিং ব্যবস্থা জোরদারের ফলে শেয়ারবাজারের বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা নেই বলেও কমিটিকে জানানো হয়। এছাড়া, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন জনবল নিয়োগ প্রশাসনিক জটিলতায় আটকে থাকায় নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না জানিয়ে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়।

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর নামে-বেনামে নানা ধরনের সার্ভিস চার্জ আদায়, ক্রেডিট কার্ডে অতিরিক্ত সুদহার, সুপ্ত চার্জ আদায়সহ গ্রাহকদের নানা ধরনের অভিযোগ খতিয়ে দেখে আগামী বৈঠকে কমিটির প্রতিবেদন প্রদানের ব্যাপারেও বৈঠকে সুপারিশ করা হয়।

বাজারে চালসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রণালয়কে কার্যকরী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ