X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অর্থায়ন জটিলতায় পিডিবি’র তিন সৌর বিদ্যুৎ প্রকল্প

সঞ্চিতা সীতু
২২ মে ২০১৮, ০৯:৫৭আপডেট : ২২ মে ২০১৮, ১৫:৫৫

সোলার প্যানেল (ছবি- সংগৃহীত)

অর্থায়ন জটিলতায় ঝুলে আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের তিন প্রকল্প। প্রকল্পগুলো থেকে ২০৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রাপ্তির আশা করা হচ্ছিল। কিন্তু,জমি বরাদ্দ পেলেও সংশ্লিষ্টদের কেউই বলতে পারছেন না কবে শুরু হবে প্রকল্পের নির্মাণ কাজ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার ধারেকাছেও পৌঁছানো সম্ভব হয়নি। পরিকল্পনায় ২০২১ সালের মধ্যে উৎপাদিত বিদ্যুতের ১০ ভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের কথা। এতে করে ২০২১ সালের মোট বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াট হলে নবায়নযোগ্য জ্বালানি থেকে দুই হাজার ৪০০ মেগাওয়াট হওয়া উচিত। এখন সেই হিসেবে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে ১০ ভাগ অর্থাৎ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের কথা। কিন্তু এখন দেশে উৎপাদিত বিদ্যুতের মধ্যে মাত্র ৪৯৩ মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন হচ্ছে।এরমধ্যে কর্ণফুলি জল বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৩০ মেগাওয়াট, সোলার হোম সিস্টেম এবং মিনি গ্রিড থেকে ২৬০ মেগাওয়াট এবং সোলারের একটি গ্রিড সংযুক্ত প্রকল্প থেকে তিন মেগাওয়াট বিদ্যুৎ মিলছে। অর্থাৎ পরিকল্পনার প্রায় অর্ধেক বাস্তবায়ন হচ্ছে এখন।

সংশ্লিষ্টরা বলছেন, এখন অর্ধেক হলেও ক্রমান্বয়ে এই হার কমতে শুরু করবে।কারণ হিসেবে তারা বলছেন,অন্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন যে হারে বাড়ছে ঠিক একই হারে নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে না। ফলে ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির বদলে কমতে শুরু করবে।

নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের এই পরিস্থিতিতে পিডিবির প্রকল্প শুরু করতে না পারা নিয়ে প্রশ্ন উঠেছে।সূত্রগুলো বলছে, পিডিবি এবং সরকারের কেউই এখনও নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের এই তিনটি প্রকল্প কীভাবে বাস্তবায়ন হবে তা জানায়নি। প্রকল্প তিনটি নির্মাণের ক্ষেত্রে এখনও পরিকল্পনা মন্ত্রণালয় থেকে অনুমোদনও পাওয়া যায়নি।

পিডিবির একজন কর্মকর্তা জানান, ফেনীর সোনাগাজীতে ১০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৪১ একর, চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে ৬০ মেগাওয়াটের নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের জন্য ১৮৮ একর এবং রংপুরের গঙ্গাচড়ায় ৫৫ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের জন্য ২৫১ একর জমি বরাদ্দ পেয়েছে পিডিবি।

প্রতি মেগাওয়াট সৌর বিদ্যুতের জন্য গড়ে ১১ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হয়।সে হিসেবে ২১৫ মেগাওয়াট বিদ্যুতের জন্য ২ হাজার ৩৬৫ কোটি টাকার প্রয়োজন হবে।

পিডিবির নবায়নযোগ্য জ্বালানি বিভাগের পরিচালক নাজমুল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, আমরা তিনটি কেন্দ্রর জন্য জমি বরাদ্দ পেয়েছি। কবে নাগাদ এসব কেন্দ্রের বাস্তবায়ন শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, সেসব বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

তিনি জানান, এ বিষয়ে পরিকল্পনা কমিশনের অনুমোদন পায়নি এখনও তারা। অর্থায়ন নিশ্চিত না হলে প্রকল্পের কাজ শুরু করা যায় না।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, এখন সৌরবিদ্যুৎ উৎপাদনের খরচ কমে এসেছে। এখন সরকার নতুন চুক্তির ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১২ সেন্টের মধ্যে রাখতে চাইছে। সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়লে দেশের ভাড়ায়চালিত বিদ্যুৎকেন্দ্র থেকে দাম কম পড়তো। দেশে এখন তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে ২১ টাকা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হয়। সেখানে সৌরচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে ৯টা ৬০ পয়সা দরে বিদ্যুৎ পাওয়া সম্ভব।

 

 

/এসএনএস/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী